ছোটপর্দা
ফিরে দেখা ২০২৪: যে ১০ নাটক সবচেয়ে বেশি দেখেছেন দর্শক
ঢাকা টুডে ২৪ ডেস্ক
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ০১:৪০ পিএম
কিছু বছর আগে নাটক বলতে ছিল টিভিনাটক। সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়েছে অনেক কিছুই। যেমন- এখন ওটিটি-ইউটিউবসহ এসেছে আরও কিছু মাধ্যম। তবে ভিউয়ের মানদণ্ড হিসেবে সবচেয়ে বেশি দেখা হয় ইউটিউবকে। বর্তমান সময়ে শুধু এই মাধ্যমটিকে টার্গেট করেও বড় বাজেটের নাটক তৈরি হয়। দেখে নেওয়া যাক চলতি বছর ইউটিউব ভিউতে এগিয়ে ছিলেন কারা-
চলতি বছর ইউটিউবে দর্শক চাহিদার শীর্ষে ছিল কমেডি ও রোমান্টিক গল্পের নাটকগুলো। এই মাধ্যমে বেশ কয়েক বছর ধরেই অপ্রতিরোধ্য জুটি হিসেবে আছেন নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। ২০২৪ সালে সবচেয়ে বেশি ভিউ পাওয়া নাটকের মধ্যে শীর্ষ চারটি নাটকই ছিল আলোচিত-জনপ্রিয় এই জুটির। সবগুলো নাটকেরই পরিচালক ছিলেন মুহিন খান।
সবচেয়ে ভিউ হওয়া নাটকের মধ্যে ৪৭.৫ মিলিয়ন (২৯ ডিসেম্বর পর্যন্ত) ভিউ নিয়ে শীর্ষে রয়েছে ‘শ্বশুরবাড়িতে ঈদ’ নাটকটি। নাটকটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন নিলয়-হিমি। মুহিন খানের পরিচালনায় কমেডি ও ফ্যামিলি ড্রামা এই নাটকে উঠে এসেছে গ্রামীণ প্রেক্ষাপটের শ্বশুরবাড়িতে ঈদ ও ঈদ ঘিরে মজার সব ঘটনা। নাটকটি গত এপ্রিলে ইউটিউবে প্রকাশ হয়েছিল।
তালিকায় এরপরই রয়েছে ‘মামার বাড়ি’ নাটকটি। মামার বাড়িতে মায়ের সম্পদ ভাগ করাকে কেন্দ্র করে ঘটতে থাকে নানা কাহিনী। কমেডির বাইরে এই নাটকে ভিন্নভাবে দেখা দেয় নিলয়-হিমি। এটিরও পরিচালক ছিলেন মুহিন খান। গত মার্চে প্রকাশ হওয়া নাটকটির ইউটিউব ভিউ গতকাল পর্যন্ত ছিল ৪১ মিলিয়ন।
তালিকার তৃতীয় নম্বরেও জায়গা করে নিয়েছে নিলয়-হিমির নাটক। ‘চাচা-ভাতিজা জিন্দাবাদ’ শিরোনামের নাটকটিও গ্রামীণ প্রেক্ষাপটে তৈরি। গ্রামের চাচা ও ভাতিজার মধ্যকার সম্পর্ক নিয়ে নির্মিত হয়েছিল নাটকটি। ২০২৩ সাল শেষ হওয়ার দুদিন আগে (৩০ ডিসেম্বর) নাটকটি ইউটিউবে প্রকাশ করা হয়। নির্মাতা মুহিন খানের নাটকটির ইউটিউব ভিউ ৩৮ মিলিয়ন।
চতুর্থ স্থানও সেই নিলয়-হিমির দখলে। ‘বান্ধবীর ভাই’ শিরোনামের নাটকটি গত জানুয়ারিতে ইউটিউবে মুক্তি পায়। মুক্তির পর এ পর্যন্ত নাটকটি ভিউ হয়েছে ৩৩ মিলিয়ন। দুই বান্ধবীর সম্পর্ক ও তাদের একজনের ভাইকে নিয়ে হাস্যরসে ভরা নাটকটিও পরিচালনা করেছেন মুহিন খান।
তালিকায় পাঁচ নম্বরে রয়েছে ‘শুধু তোমার জন্য’ নাটকটি। রাকায়েত রাব্বির রচনা ও রাজা রাজের গল্পে নাটকটিতে স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও কেয়া পায়েল। মূলত একজন প্রবাসীর গল্পে নির্মিত হয়েছে নাটকটি। মাথার ঘাম পায়ে ফেলে পরিবারের জন্য পরিশ্রম করে বিদেশের মাটিতে। কিন্তু তবু যেন পরিবারের মন পান না প্রবাসীরা। এমন গল্পে নির্মিত হওয়া নাটকটি গত জানুয়ারিতে ইউটিউবে মুক্তি পেয়েছিল। গতকাল পর্যন্ত এটি ইউটিউব ভিউ ছিল ৩০ মিলিয়ন।
তালিকায় এরপর (ষষ্ঠ স্থানে) রয়েছে জামাই-বউর মাথা গরম। গত অক্টোবরে মুক্তি পাওয়া মোশাররফ করিম-তানিয়া বৃষ্টি অভিনীত নাটকটির ভিউ হয়েছে ২৯ মিলিয়ন। এর পর যথাক্রমে সপ্তম স্থানে রয়েছে জোভান আহমেদ-নাজনীন নেহা জুটির নাটক ‘লাভ লাইন’ (২৭ মিলিয়ন), অষ্টম স্থানে মুশফিক আর ফারহান ও সাদিয়া আয়মান জুটির ‘আমার হয়ে থেকো’ (২৬ মিলিয়ন), নবম স্থানে মুশফিক আর ফারহান ও নাজনীন নীহা জুটির ‘একবার বলো ভালোবাসি’ (২৬ মিলিয়ন) ও তালিকার ১০ম স্থানে রয়েছে মুশফিক আর ফারহান-সাদিয়া আয়মান জুটির নাটক ‘তুই আমারই’। গত এপ্রিলে প্রকাশ হওয়া নাটকটির গতকাল পর্যন্ত ইউটিউব ভিউ ছিল ২৫ মিলিয়ন।