হলিউড
ফিরে দেখা ২০২৪: হলিউডে সবচেয়ে বেশি আয় করল কোন সিনেমা
ঢাকা টুডে ২৪ ডেস্ক
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ০১:২৭ পিএম
বসার নিরিখে হলিউডের জন্য বছরটা সেভাবে ভালো যায়নি। কোলাজ
কয়েক বছর ধরেই বক্স অফিসে সুপারহিরো সিনেমা সেভাবে চলছে না। চলতি বছরেও হলিউডে ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’ ‘ম্যাডাম ওয়েব’, ‘জোকার ২’, ‘ভেনম: দ্য লাস্ট ড্যান্স’-এর মতো সুপারহিরো নির্ভর সিনেমাগুলো বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে।
তবে হলিউডের মান বাঁচিয়েছে বলা যায় অ্যানিমেশন, বছরের বিভিন্ন সময়ে মুক্তি পাওয়া ‘ইনসাইড আউট ২’, ‘মোয়ানা ২’, ‘ডেসপিকেবল মি ৪’-এর মতো সিনেমাগুলো দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে ভালো আয় করেছে।বাণিজ্যিক সিনেমার বাইরে যুক্তরাষ্ট্রের বেশ কিছু চলচ্চিত্র সমালোচকদের নজর কেড়েছে। এর মধ্যে শুরুতেই উল্লেখ করতে হবে ‘আনোরা’র কথা। কান উৎসবে স্বর্ণপাম জিতে আলোচনায় আসে শন বেকারের সিনেমাটি।
এ ছাড়া শিল্পমান বিচারে সমালোচকদের পছন্দের তালিকায় ছিল কোরেলি ফারজার ‘দ্য সাবস্ট্যান্স’, স্টিভ ম্যাককুইনের ‘ব্লিটজ’, লুকা গুদানিনোর চ্যালেঞ্জার্স, জেমস ম্যানগোল্ডের ‘আ কমপ্লিট আননোন’, রিডলি স্কটের ‘গ্ল্যাডিয়েটর ২’, হ্যালিনা রেজিনের ‘বেবিগার্ল’, ইয়োর্গস লান্থিমোসের ‘কাইন্ডস অব কাইন্ডনেস’, অ্যালেক্স গারল্যান্ডের ‘সিভিল ওয়ার’, পেড্রো আলমোডোভারের ‘দ্য রুম নেক্সট ডোর’, ব্র্যাডি করবেটের ‘দ্য ব্রুটালিস্ট’, এডওয়ার্ড বার্গারের ‘কনক্লেভ’, ক্রিস স্যান্ডার্সের ‘দ্য ওয়াইল্ড রোবট’, জিয়া কপোলার ‘দ্য লাস্ট শোগার্ল’।
সর্বোচ্চ আয়ের ১০ হলিউড সিনেমা
- ‘ইনসাইড আউট ২’
- ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’
- ‘উইকেড’
- ‘মোয়ানা ২’
- ‘ডেসপিকেবল মি ৪’
- ‘বিটলজুস বিটলজুস’
- ‘ডিউন ২’
- ‘টুইস্টারস’
- ‘গডজিলা এক্স কং: দ্য নিউ এম্পায়ার’
- ‘কুংফু পান্ডা ৪’
আলোচিত ১০ অ-ইংরেজিভাষী সিনেমা
- ‘দ্য সিড অব দ্য স্যাক্রেড ফিগ’
- ‘দ্য কাউন্ট অব মন্টে ক্রিস্টো’
- ‘এমিলিয়া পেরেজ’
- ‘ভারমিংলিও’
- ‘অল ইউ ইমাজিন অ্যাজ লাইট’
- ‘এক্সহুমা’
- ‘১৮*২ বিয়ন্ড ইয়ুথফুল ডেজ’
- ‘আ পার্ট অব ইউ’
- ‘আই অ্যাম স্টিল হেয়ার’
- ‘দ্য গার্ল উইথ দ্য নিডল’