Logo
Logo
×

বিনোদন

ওটিটি

ফিরে দেখা ২০২৪: আলোচিত ১০ দেশি সিনেমা-সিরিজ

Icon

ঢাকা টুডে ২৪ ডেস্ক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪, ০৩:৫১ পিএম

ফিরে দেখা ২০২৪: আলোচিত ১০ দেশি সিনেমা-সিরিজ

আলোচিত ৫ দেশি সিনেমা

(মুক্তির তারিখ অনুযায়ী)

  • ‘অসময়’
  • ‘কাছের মানুষ দূরে থুইয়া’
  • লাস্ট ডিফেন্ডারস অব মনোগামী’
  • ‘ফরগেট মি নট’
  • ‘মায়া’

ছোট পর্দার নির্মাতা কাজল আরেফিন অমি চলতি বছর তাঁর ওয়েব ফিল্ম ‘অসময়’ দিয়ে আলোচিত হয়েছেন। মূলত সামাজিক বার্তা, অভিনয় আর নির্মাণের গুণে দর্শক পছন্দ করেছেন সিনেমাটি। অন্যদিকে মোস্তফা সরয়ার ফারুকীর সিনেমা ‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগামী’ মুক্তি পেয়েছিল রোজার ঈদের আগে। ফারুকীর নির্মাণগুণে সিনেমাটিও ছিল আলোচনায়। এতে অভিনয় করে নজর কাড়েন সংগীতশিল্পী জেফার রহমান।

আলোচিত ৫ দেশি সিরিজ

(মুক্তির তারিখ অনুযায়ী)

  • ‘আরারাত’
  • ‘গোলাম মামুন’
  • ‘চক্র’
  • ‘রঙিলা কিতাব’
  • ‘২ষ’

অভিনেতাদের মধ্যে মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, অপূর্ব, এফ এস নাঈম, মোস্তাফিজুর নূর ইমরান দারুণ কাজ করেছেন। অভিনেত্রীদের মধ্যে মেহজাবীন চৌধুরীর কথা বিশেষভাবে উল্লেখ করতে হবে। ভিন্নধর্মী সিরিজ, সিনেমায় নিজের জাত চিনিয়েছেন তিনি। তাসনিয়া ফারিণেরও ওটিটিতে দারুণ বছর কেটেছে। আর মাতৃত্বকালীন বিরতি কাটিয়ে ফেরাটা স্মরণীয় করে রেখেছেন পরীমনি।

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন