Logo
Logo
×

বিনোদন

ঢালিউড

ফিরে দেখা ২০২৪: আলোচিত ৫ নায়িকা

Icon

ঢাকা টুডে ২৪ ডেস্ক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪, ০২:২৫ পিএম

ফিরে দেখা ২০২৪: আলোচিত ৫ নায়িকা

‘নকশী কাঁথার জমিন’ দিয়ে শেষ হচ্ছে ২০২৪ সালের ছবি মুক্তির যাবতীয় হিসাব–নিকাশ। খোঁজ নিয়ে জানা গেছে, এ বছর দেশের প্রেক্ষাগৃহে মোট ৪১টি ছবি মুক্তি পেয়েছে। মুক্তি পাওয়া ৪১টি ছবির মধ্যে ব্যবসায়িক সফলতা পেয়েছে হাতে গোনা কয়েকটি। ব্যবসায়িক সফলতা না পেলেও কোনো কোনা ছবি ঘিরে ছিল আলোচনা। দেখে নেওয়া যাক, সিনেমা নিয়ে বছরজুড়ে আলোচনায় ছিলেন ঢালিউডের কোন কোন নায়িকা।

জয়া আহসান 

বছর শেষে জয়া আহসান অভিনীত ‘নকশী কাঁথার জমিন’ মুক্তি পেয়েছে। আকরাম খান পরিচালিত এ ছবি দেশের প্রেক্ষাগৃহে মুক্তির আগে গোয়া ফিল্ম ফেস্টিভ্যালসহ একাধিক উৎসবে প্রদর্শিত হয়েছে। কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ‘বিধবাদের কথা’ অবলম্বনে নির্মিত এ ছবির মুক্তিকে ঘিরে জয়া আহসান আলোচনায়।

জয়া অভিনীত আরেকটি সিনেমা ‘পেয়ারার সুবাস’ বছরের প্রথমভাগে মুক্তি পায়। নূরুল আলম আতিকের সেই ছবিতে জয়ার অভিনয় দারুণ প্রশংসিত হয়। এছাড়া বছরের প্রথম ভাগে এপ্রিলে ‘ভারতের অস্কার’ জয় করে জয়া ছিলেন আলোচনার তুঙ্গে। বলিউডের অন্যতম ঐতিহ্যবাহী পুরস্কার হিসেবে গণ্য করা হয় ফিল্মফেয়ারকে। অনেকের মতে, ‘ভারতের অস্কার’ এটি। কয়েক বছর ধরে বাংলা সিনেমার জন্য পৃথকভাবে এই পুরস্কারের আয়োজন করা হয়। জয়ার ঝুলিয়ে এবার নিয়ে ৪বার যোগ হলো ‘ভারতের অস্কার’ পুরস্কার। 

শবনম বুবলী

ঢালিউডে অভিষেক হওয়ার পর থেকেই প্রতি ঈদে বুবলীর অভিনীত ছবি মুক্তি পেয়েছে। এ বছরও দুই ঈদে তাঁর তিনটি ছবি মুক্তি পায়।  ‘মায়া’ ও ‘দেয়ালের দেশ’ মুক্তি পেয়েছিল পবিত্র ঈদুল ফিতরে। একই সময়ে একই অভিনেত্রীর দুটি ভিন্নধারার সিনেমা চলছে প্রেক্ষাগৃহে—এটা বিরল দৃশ্যই বটে। বছর শেষে ‘পিনিক’ নামে একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এ ছবিতে প্রথমবারের মতো তাঁকে নেতিবাচক চরিত্রে দেখা যাবে। অভিনয়ে যেমন আলোচনায় ছিলেন, তেমনি ছবির বাইরে ব্যক্তিগত জীবনেও তাঁকে ঘিরে ছিল আলোচনা। অপু–বুবলীর পাল্টাপাল্টি ইঙ্গিতপূর্ণ মন্তব্যে বছরজুড়ে খবরের শিরোনামে এসেছেন বুবলী।

পূজা চেরী

ঢালিউডের সম্ভাবনাময় নায়িকা পূজা চেরী। এ বছর পূজার দুটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। একটি কামরুজ্জামান রোমান পরিচালিত ‘লিপস্টিক’, অন্যটি সুমন ধর পরিচালিত ‘আগন্তুক’। চলচ্চিত্রের পাশাপাশি এ বছর পূজা চেরীর ওয়েব ফিল্মেও কাজ করা হয়েছে। এরই মধ্যে ওয়েব ফিল্মের টিজার ও গান প্রকাশিত হয়েছে। আগামী বছরের প্রথম দিকে এটি মুক্তি পাবে। এর বাইরে সারা বছর বিভিন্ন ধরনের ইভেন্টে ছিল পূজার সরব উপস্থিতি। সব মিলিয়ে আলোচনায় ছিলেন এই ঢালিউড তারকা।

মেহজাবীন চৌধুরী

‘লাক্স–চ্যানেল আই সুপারস্টার’ দিয়ে অভিনয় শুরু করা মেহজীবনের এ বছরে চলচ্চিত্রে অভিষেক ঘটে। বছর শেষে এসে ‘প্রিয় মালতী’ দিয়ে প্রেক্ষাগৃহের দর্শকের সঙ্গে তাঁর প্রথম যোগাযোগ ঘটে।  ‘প্রিয় মালতী’ ছবিতে মেহজাবীনের অভিনয়ে সাধারণ দর্শকেরা যেমন তাঁদের মুগ্ধতার কথা প্রকাশ করেছেন, তেমনি অগ্রজ অভিনয়শিল্পী ও পরিচালকেরাও মুগ্ধ হয়েছেন। এর আগে ‘সাবা’ চলচ্চিত্র নিয়েও মেহজাবীন বুসানসহ বিশ্বের একাধিক নামকরা চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছেন। এসব উৎসবে তাঁর সঙ্গে দেখা হয়েছে হলিউড–বলিউডের সুপরিচিত তারকা ও পরিচালকেরও। সব মিলিয়ে বছরের শুরু থেকে মেহজাবীন ছিলেন আলোচনায়।

তাসনিয়া ফারিণ

নাটকে অভিনয় করছেন কয়েক বছর হচ্ছে। এর মধ্যে গত বছর কলকাতায় একটি চলচ্চিত্রে অভিষেক ঘটে তাসনিয়া ফারিণের। এ বছর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় এই তারকার ‘ফাতিমা’ ছবিটি। ধ্রুব হাসান পরিচালিত ছবিটি মুক্তির আগেই আলোচনায় আসেন ফারিণ। ছবিতে অভিনয়ের জন্য ইরানের ফজর উৎসবে পুরস্কৃত হন এই অভিনয়শিল্পী। ‘ফাতিমা’ ছবিতে ফারিণের অভিনয় প্রশংসিতও হয়েছে। এপ্রিলে ‘আরও এক পৃথিবী’ সিনেমার জন্য ফিল্মফেয়ার সেরা নবাগতা অভিনেত্রীর পুরস্কার হাতে তুলে নেন অভিনেত্রী। যা ছিল এ অভিনেত্রীর এক অনন্য অর্জন। 

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন