Logo
Logo
×

বিনোদন

আল্লু অর্জুনকে আবারও থানায় তলব

Icon

ঢাকা টুডে ২৪ ডেস্ক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪, ০৩:২৪ পিএম

আল্লু অর্জুনকে আবারও থানায় তলব

মুক্তির পর থেকেই ভারতের বক্স অফিসে তাণ্ডব চালাচ্ছে সুকুমার-আল্লু অর্জুনের সিনেমা ‘পুষ্পা ২ : দ্য রুল’। তবে ব্যবসায়িক সাফল্য পেলেও সিনেমা ঘিরে নায়ক আল্লু অর্জুনের হয়রানি যেন থামছেই না। সিনেমার প্রিমিয়ারে নারীর মৃত্যু, এক রাত হাজতবাস, বাড়িতে হামলার পর এবার আরও এক নতুন ঝামেলা যুক্ত হয়েছে আল্লুর জীবনে। আবারও ডাক এসেছে থানা থেকে। সিনেমার একটি দৃশ্য নিয়ে ভারতের এক কংগ্রেস নেতার অভিযোগের ভিত্তিতে অর্জুনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় তলব করেছে পুলিশ।

ভারতীয় গণমাধ্যম থেকে জানা যায়, মঙ্গলবার অর্জুনকে হায়দরাবাদের চিক্কদপল্লি থানায় হাজিরা দিতে যেতে হচ্ছে। নায়কের বিরুদ্ধে মেদিপল্লি থানায় অভিযোগ করেছেন থেনমার মাল্লানা নামে এক কংগ্রেস নেতা। শুধু অর্জুন নয়, পরিচালক সুকুমার এবং প্রযোজকের বিরুদ্ধেও অভিযোগ করা হয়েছে। কংগ্রেস নেতার অভিযোগে বলা হয়েছে, সিনেমার একটি দৃশ্যে দেখানো হয়েছে পুলিশের এক কর্মকর্তাকে সুইমিং পুলে ফেলে দেন অর্জুন। তারপর মদ্যপ অবস্থায় সে সুইমিং পুলেই নায়ক মূত্রত্যাগ করে।

এ দৃশ্যের মাধ্যমে অর্জুন পুলিশ বাহিনীকে অপমান করেছেন বলে অভিযোগ করেছেন কংগ্রেস নেতা মাল্লানা। সোমবারই অভিনেতার হায়দরাবাদের বাড়িতে গিয়ে নোটিস দিয়ে এসেছে পুলিশের একটি দল।

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন