Logo
Logo
×

বিনোদন

বিয়ের ‘ভূত’ মাথায় চাপেনি

Icon

ঢাকা টুডে ২৪ ডেস্ক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:২৪ পিএম

বিয়ের ‘ভূত’ মাথায় চাপেনি

ছবি কোলাজ : ঢাকা টুডে ২৪

ঢালিউডের শীর্ষ নায়িকাদের একজন নুসরাত ফারিয়া। শুধু নায়িকা নয়, নায়িকা-গায়িকা-উপস্থাপিকা যেকোনো নামেই ডাকা যায় তাকে। ঢালিউডের গণ্ডি পেরিয়ে ইতোমধ্যে টালিউডেও গড়েছেন সফল ক্যারিয়ার।

২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার সিনেমা ‘আশিকী’ দিয়ে বড়পর্দায় অভিষেক হয়। কাজ করেছেন দুই বাংলার সব শীর্ষ নায়কদের সঙ্গে। বর্তমানে ফারিয়ার কাজের খবর কম। তবে কয়েক দিন পর পর ঠিকই আলোচনায় থাকেন জনপ্রিয় এই অভিনেত্রী। কদিন ধরেই বিয়ের গুঞ্জন উঠেছে নুসরাত ফারিয়াকে নিয়ে। অবশেষে বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এই অভিনেত্রী। আজ সকালে নিজের ফেসবুক ভেরিফাইড পেজে একটি পোস্ট দিয়ে জানান দিয়েছেন তিনি বিয়ে নিয়ে চিন্তিত না। এমনকি এখনও বিয়ের ‘ভূত’ তার মাথায় চাপেনি বলেও জানান তিনি।

গতকাল এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘জীবনটা সোশ্যাল মিডিয়ায় মতো সহজ হলে ভালোই হতো। কিন্তু বাস্তবতা অন্যরকম। তাই আপাতত, আমার জন্য পাত্র না খুঁজলেও চলবে। কয়েক দিন পর পর আমার বিয়ে নিয়ে মাতামাতি হয়, দেখতে মজাই লাগে। কিন্তু এখন একটু কাজ আর পড়াশোনা করতে চাই। এটার জন্য দোয়া করবেন প্লিজ’।

অবশ্য এর আগে ২০২০ সালের মার্চ মাসে পারিবারিকভাবে বাগদান সেরেছিলেন ঢাকাই সিনেমার নায়িকা। প্রায় ১০ বছর প্রেমের পর প্রেমিক রনি রিয়াদ রশীদের সঙ্গে আংটি বদল করেন তিনি। তবে শেষ পর্যন্ত তাদের সম্পর্ক বিয়েতে গড়ায়নি। বছরখানেক পরই অভিনেত্রী জানান, রনির সঙ্গে তার বিয়েটা আর হচ্ছে না। তাদের সম্পর্কে বিচ্ছেদ হয়েছে। এরপর থেকে নুসরাত ফারিয়া সিঙ্গেল জীবনযাপন করছেন। গত দুই বছরেও নতুন কোনো সম্পর্কে জড়াননি তিনি। বর্তমানে কাজ আর পড়াশোনা নিয়ের ব্যস্ত থাকতে চান জনপ্রিয় এই অভিনেত্রী।

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন