পোস্টারকাণ্ডে ক্ষমা চাইলেন মেহজাবীন চৌধুরী
ঢাকা টুডে ২৪ ডেস্ক
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৪, ১১:১৫ এএম
আজ দেশের ২০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে মেহজাবীন চৌধুরী অভিনীত ছবি ‘প্রিয় মালতী’। সিনেজগতে ১৫ বছরের ক্যারিয়ারে এটি মেহজাবীনের দ্বিতীয় ছবি। এর আগে তিনি ‘সাবা’ নামে একটি সিনেমা করেছেন; যদিও সেটি এখনও সিনেমা হলে মুক্তি পায়নি। তবে সিনেমা হলে প্রিয় মালতীই মেহজাবীনের প্রথম সিনেমা।
ছোটপর্দায় বরাবরই জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন। বাংলা নাটকের রোমান্টিক হিরোইন বলা হয় তাকে। ১৫ বছরের পথচলায় খণ্ডনাটক, ধারাবাহিক, ওটিটি মিলিয়ে ৫০০টির বেশি কনটেন্টে অভিনয় করেছেন তিনি। অথচ মেহজাবীনের কোনো দিনই ইচ্ছা ছিল না অভিনয় করার। বিদেশে বেড়ে ওঠা মেহজাবীন তখন বুঝতে পারলেও ঠিকঠাকমতো গুছিয়ে বাংলায় কথাই বলতে পারতেন না। ২০১০ সালের লাক্স চ্যানেল আই সুপারস্টার বিজয়ী হওয়ার পরই জীবনের মোড় ঘুরে যায় এ অভিনেত্রীর। চ্যানেল আই থেকে নাটকে অভিনয়ের ডাক আসে। কিন্তু রাজি নন মেহজাবীন। কারণ বাংলা বলায় সমস্যা, কীভাবে নাটক করবেন তিনি। কিন্তু সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হয়ে তো বসে থাকলে চলবে না, কাজ করতে হবে। সেই ভাবনা থেকেই ২০১১ সালে প্রথমবার নাটকে অভিনয় করা। ভাগ্য ভালো থাকায় প্রথম নাটকেই সহশিল্পী হিসেবে পেয়েছেন মাহফুজ আহমেদকে। পরিচালক সে সময়ের জনপ্রিয় নির্মাতা ইফতেখার আহমেদ ফাহমি। সেই শুরু। এরপর সময়ের সঙ্গে সঙ্গে বদলে যেতে থাকেন। পরিণত হন পরিপূর্ণ অভিনেত্রী হিসেবে। এ বদলের বাঁকে বাঁকে মেহজাবীনের হয়েছে দারুণ সব শিক্ষা আর অভিজ্ঞতা। সে শিক্ষা আর অভিজ্ঞতার সমষ্টিগত রূপ নিয়েই আজকের মেহজাবীন। দেশের টিভি ও ওটিটির শীর্ষ অভিনেত্রী।
নাটক দিয়ে জনপ্রিয়তা পেলেও কয়েক বছর ধরে টিভিপর্দায় কাজ কমিয়ে দিয়েছেন। ব্যস্ত ছিলেন ওটিটি প্ল্যাটফর্মে। নিয়েছিলেন নতুন চ্যালেঞ্জ। সে চ্যালেঞ্জ ভালোভাবেই উতরে গিয়ে গত বছরের শুরুর দিকটায় হঠাৎ জানান, এবার বড়পর্দার জন্য প্রস্তুত মেহজাবীন। ভালো গল্পও পেয়েছেন। তাই দেরি নয়, এবার বড়পর্দায় নিজের ক্যারিশমা দেখানোর পালা। সিনেমাটির নাম সাবা। মাকসুদুর রহমান পরিচালিত ছবিটির শুটিং শেষ করতে না করতেই খবর আসে আরও একটি নতুন ছবির। প্রিয় মালতী। নির্মাণ করলেন শঙ্খ দাশগুপ্ত। এ দুই ছবি নিয়ে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোয় চষে বেড়ানো শুরু করলেন। আজ সাবা নিয়ে টরন্টো তো কাল প্রিয় মালতী নিয়ে কায়রো। সাবা যেমন টরন্টো ও বুসানে উপস্থিত দর্শক ও ক্রিটিসদের কাছে দারুণ প্রশংসা পেয়েছে, তেমনই ‘প্রিয় মালতী’ কায়রো ও ইফিতে কুড়িয়েছে প্রশংসা।
এদিকে বুধবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় সিনেমার প্রচারে গিয়েছিলেন মেহজাবীন; সঙ্গে সিনেমার টিমও ছিল। সেখানে পোস্টার লাগাতে গিয়ে বিতর্কিত এক কাণ্ড করে বসেন মেহজাবীন চৌধুরী। কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর গ্রাফিতির ওপর পোস্টার সাঁটিয়ে দিয়েছেন তিনি। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তনুর গ্রাফিতির ওপর মেহজাবীনকে পোস্টার সাঁটাতে দেখা গেছে। বিষয়টি নিয়ে তুমুল সমালোচনার মধ্যে পড়তে হয় তাকে। নেটিজনদের সমালোচনার মুখে পরে নিজে গিয়ে আবার তনুর গ্রাফিতি থেকে পোস্টার উঠিয়ে নেন মেহজাবীন। বিষয়টি নিয়ে ক্ষমাও চেয়েছেন তিনি।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বুধবার রাতে মেহজাবীন চৌধুরী লিখেছেন, ‘অনেক দর্শক আমাদের সঙ্গে যোগ দেন চলচ্চিত্রের প্রচারে, প্রচণ্ড ভিড় ও অনিবার্য কারণবশত পোস্টারিংয়ের ক্যাম্পেইনটি দ্রুত শেষ করতে হয়। ভুলবশত ও অনাকাঙ্ক্ষিত অব্যবস্থাপনায় একটি পোস্টার শহীদ তনুর গ্রাফিতির ওপরে লাগানো হয়ে যায়।’
মেহজাবীন আরও লিখেছেন, ‘আমরা সবাই জানি, তনুর মর্মান্তিক ঘটনা এবং তার হত্যার ন্যায়বিচারের জন্য লড়াই এখনও চলমান। পোস্টারিং–সংক্রান্ত যা হয়েছে, সেটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ভুল ছিল। আমরা তৎক্ষণাৎ সেই পোস্টারগুলো সরিয়ে ফেলেছি এবং দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেছি।’
নিম্নমধ্যবিত্ত দম্পতির মতো সংসার জীবনের
ছোট ছোট গল্প নিয়ে নির্মিত হয়েছে প্রিয় মালতী। এটি পরিচালনা করেছেন শঙ্খ দাশগুপ্ত। ছবিটিতে নামভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। এতে আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, সমু চৌধুরী, নাদের চৌধুরী, শহীদুল আলম সাচ্চু, মোমেনা চৌধুরী, রিজভী রিজু, শাহজাহান সম্রাট ও আনিসুল হক বরুণ।