মওলানা ভাসানীর জীবনী অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমা।
মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী। যাকে ব্রিটিশ ভারতে গণআন্দোলনের নায়কও বলা হয়। বাংলাদেশের রাজনীতিতেও বেশ গুরুত্বপূর্ণ একজন তিনি। জীবনের পুরো সময়টা সংগ্রাম করে গেছেন অবহেলিত ও মেহনতি মানুষের অধিকার ও স্বার্থরক্ষায়। ‘মজলুম জননেতা’র জীবনী এবার উঠে আসছে রুপালি পর্দায়।
মওলানা ভাসানীর জীবনী অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমা। নাম ‘ভাসানী’। আর এটি নির্মাণ করবেন সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। তথ্যটি নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই।
ডায়মন্ড জানান, ১৯৭৬ সালের ১৬ মে ফারাক্কা বাঁধের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের দিকে একটি মিছিলের আয়োজন করেন মওলানা ভাসানী। তাই ২০২৫ সালের ১৬ মে সিনেমাটির শুটিং শুরুর প্রাথমিক পরিকল্পনা রয়েছে। এখন চলছে প্রি-প্রোডাকশনের কাজ।
নির্মাতার কথায়, ‘সেই ব্রিটিশ শাসনামল থেকে শুরু করে এ অঞ্চলে মওলানা ভাসানী একজন প্রভাবশালী রাজনীতিবিদ ছিলেন। নতুন প্রজন্মের কাছে তিনি অনেকটাই অজানা। আর সে কারণেই ছবিটি নির্মাণের পরিকল্পনা করেছি। আশা করি তথ্যবহুল একটি ছবি বানাতে পারব।’
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ নির্মাতা আরও বলেন, ‘এতদিন রাজনৈতিক বেড়াজালে আটকে রাখা হয়েছিল মওলানা ভাসানী। তাকে নিয়ে সিনেমা বানালে সেটি মুক্তি দিতে পারব কি না সে ভয়ও ছিল। এখন আর মওলানা ভাসানীকে আটকে রাখার শক্তি কারও নেই।’
সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড জানান, ‘ভাসানী’র ঘোষণা এখন এলেও তাকে নিয়ে সিনেমা নির্মাণের স্বপ্ন তার দেড় দশকের। পর্দায় মওলানা ভাসানীকে ১৩ বছর বয়স থেকে তুলে ধরা হবে। আর ভাসানী চরিত্রে অভিনয় করবেন তিনজন নবীন অভিনেতা। তবে তাদের নাম এখনই প্রকাশ্যে আনতে নারাজ নির্মাতা।