আন্দোলনে নিহত সাজিদের বোনকে চাকরি দিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৪, ০৪:২১ পিএম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী ইকরামুল হক সাজিদের বোন ফারজানা হককে চাকরি দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাকে বিশ্ববিদ্যালয়ে ‘জুনিয়র প্রোগ্রামার’ পদে নিয়োগ দেয়া হয়েছে।
রোববার (২০ অক্টোবর) জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক মুহাম্মদ আনওয়ারুস সালাম স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ তথ্য জানানো হয়। শহিদ সাজিদের পরিবার ও বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম এ নিয়োগ প্রদান করেন। রোববার বিশ্ববিদ্যালয় দিবসে উপাচার্য তার হাতে নিয়োগপত্র তুলে দেন। শহিদ সাজিদ অত্র বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে
এক দফা আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট মিরপুরে গুলিবিদ্ধ হন এই শিক্ষার্থী। সম্মিলিত সামরিক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় ১৪ আগস্ট মারা যান তিনি। পরবর্তীতে গ্রামের বাড়ি টাঙ্গাইলে দাফন করা হয় তাকে। বাবা, মা ও একমাত্র বোনের সঙ্গে মিরপুরে থাকতেন ইকরামুল হক সাজিদ।