Logo
Logo
×

শিক্ষা

এসএসসি-সমমানের ফল

পাস ও জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা

Icon

ঢাকা টুডে ২৪ ডেস্ক

প্রকাশ: ১৩ মে ২০২৪, ০২:৫৪ পিএম

পাস ও জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা

এসএসসি পরীক্ষায় ভালো ফল করায় শিক্ষার্থীদের উল্লাস। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ১২ মে

বরাবারের মতো এবারও এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে আছে।  এ বছর সব শিক্ষা বোর্ডে উত্তীর্ণ মোট ছাত্রের চেয়ে ৫৯ হাজার ৪৭ জন বেশি ছাত্রী উত্তীর্ণ হয়েছে এবং ছাত্রের থেকে ১৫ হাজার ৪২৩ জন বেশি ছাত্রী জিপিএ ৫ পেয়েছে। 

রবিবার (১২ মে) দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে ফলাফলের এ তথ্য জানান শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। 

এবার পরীক্ষার্থীদের মধ্যে ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যা বেশি ছিল। পরীক্ষায় অংশ নেয় ৯ লাখ ৮৮ হাজার ৭৯৪ জন ছেলে এবং ১০ লাখ ২৪ হাজার ৮০৩ জন মেয়ে। এর আগে সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রীর কাছে ফলাফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রীসহ বিভিন্ন বোর্ড চেয়ারম্যানরা। বেলা ১১টায় নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং অনলাইনে একযোগে ফলাফল প্রকাশিত হয়। এবার গড় পাসের হার ৮৩ দশমিক ৪ শতাংশ। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ১ লাখ ৮২ হাজার ১২৯ জন।

এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে উত্তীর্ণ মোট ছাত্রের চেয়ে ৯৭ হাজার ৯৭২ জন বেশি ছাত্রী উত্তীর্ণ হয়েছে এবং ছাত্রের চেয়ে ১৪ হাজার ৪৯১ জন বেশি ছাত্রী জিপিএ ৫ পেয়েছে। এবার পরীক্ষায় মোট ২০ লাখ ১৩ হাজার ৫৯৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে ১৬ লাখ ৭২ হাজার ১৫৩ জন। এর মধ্যে সব বোর্ড মিলিয়ে ৯ লাখ ৮৮ হাজার ৭৯৪ জন ছাত্র পরীক্ষায় বসে উত্তীর্ণ হয়েছে ৮ লাখ ৬ হাজার ৫৩৩ জন। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৮৩ হাজার ৩৫৩ জন। পাসের হার ৮১ দশমিক ৫৭ শতাংশ।

আর ১০ লাখ ২৪ হাজার ৮০৩ জন ছাত্রী পরীক্ষার হলে বসে উত্তীর্ণ হয়েছে ৮ লাখ ৬৫ হাজার ৬০০ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৯৮ হাজার ৭৭৬ জন। ছাত্রীদের পাসের হার ৮৪ দশমিক ৪৮ শতাংশ।

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন