Logo
Logo
×

শিক্ষা

চবিতে পোষ্য কোটা বাতিলের দাবিতে আমরণ অনশনের হুঁশিয়ারি

Icon

ঢাকা টুডে ২৪ ডেস্ক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ০১:১১ পিএম

চবিতে পোষ্য কোটা বাতিলের দাবিতে আমরণ অনশনের হুঁশিয়ারি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পোষ্য কোটা বাতিলের দাবিতে আমরণ অনশনের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পোষ্য কোটা বাতিলের দাবিতে আমরণ অনশনের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। ২৪ ঘণ্টার মধ্যে এই কোটা বাতিল না করা হলে তাঁরা আমরণ অনশনে যাবেন বলে জানিয়েছেন। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় শহীদ মিনার প্রাঙ্গণে পোষ্য কোটা বাতিল এবং জুলাই আন্দোলনের হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি চলাকালে তাঁরা এই ঘোষণা দেন।

সেই সময় শিক্ষার্থীরা নানা স্লোগান দেন, যেমন 'পোষ্য কোটার ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না'; 'সন্ত্রাসীদের আস্তানা, এই ক্যাম্পাসে হবে না'; 'তরুয়া-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ'; 'জনে জনে খবর দে, পোষ্য কোটার কবর দে'।

চবির শিক্ষার্থীরা পোষ্য কোটা বাতিলের জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। গতকাল প্রশাসনের সঙ্গে আলোচনায় পোষ্য কোটার প্রস্তাবিত হার ৩ শতাংশ থেকে কমিয়ে ১ দশমিক ৫ শতাংশ করার কথা বলা হয়, তবে শিক্ষার্থীরা সম্পূর্ণরূপে পোষ্য কোটা বাতিলের দাবি জানাচ্ছেন। তাঁরা একই সঙ্গে জুলাই বিপ্লবে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি তুলেছেন

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন