ক্রিকেটারদের দক্ষতা উন্নয়নে সোনারগাঁও ইউনিভার্সিটি ও গ্লোবালইডি’র চুক্তি
ঢাকা টুডে ২৪ ডেস্ক
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪, ০১:৫৫ পিএম
সোনারগাঁও ইউনিভার্সিটি ও গ্লোবালইডি একটি বিশেষ কোর্স চালু করার চুক্তি স্বাক্ষর করেছে।
বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের আন্তর্জাতিক অঙ্গনে আরও যোগ্য করে তুলতে ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধির জন্য সোনারগাঁও ইউনিভার্সিটি ও গ্লোবালইডি একটি বিশেষ কোর্স চালু করার চুক্তি স্বাক্ষর করেছে।
এই কোর্সের মাধ্যমে ক্রিকেটাররা ভাষাগত দুর্বলতা কাটিয়ে আরও আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের প্রকাশ করতে সক্ষম হবে, যা আন্তর্জাতিক ক্রিকেটে তাদের কার্যকারিতা বাড়াবে। এই উদ্যোগের মূল লক্ষ্য তরুণ ক্রিকেটারদের পেশাদারিত্বের মান আরও উন্নত করা এবং আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশ ক্রিকেটের প্রতিনিধিত্বকে আরও সমৃদ্ধ করা।
চুক্তিতে স্বাক্ষর করেন সোনারগাঁও ইউনিভার্সিটি উপাচার্য প্রফেসর শামীম আরা হাসান এবং গ্লোবালএডের পক্ষে স্বাক্ষর করেন পরিচালক লায়ন মীর আব্দুল আলীম। এসময় আরো উপস্থিত ছিলেন গ্লোবালইডি’র প্রধান নির্বাহী মো: আবু হানিফ, মেহেরাব হোসেন জোসি, ক্রিকেটার রনি তালুকদার, আল-আমিন হোসেন, মাহিদুল অঙ্কন এবং মাহফুজ রাব্বি।