Logo
Logo
×

শিক্ষা

বুয়েট

নিরাপত্তার নিশ্চয়তা পেলে শিক্ষা কার্যক্রমে ফিরবেন আন্দোলনরত শিক্ষার্থীরা

Icon

ঢাকা টুডে ২৪ ডেস্ক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৪, ১২:৩২ এএম

নিরাপত্তার নিশ্চয়তা পেলে শিক্ষা কার্যক্রমে ফিরবেন আন্দোলনরত শিক্ষার্থীরা

রোববার বিকেল সাড়ে পাঁচটায় বুয়েটের ড. এম এ রশীদ প্রশাসনিক ভবনের সামনে সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থান তুলে ধরেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

ক্যাম্পাস রাজনীতিমুক্ত ও অপশক্তির কবল থেকে মুক্ত থাকলে এবং নিরাপত্তার নিশ্চয়তা পেলে শিগগিরই একাডেমিক (শিক্ষা) কার্যক্রমে ফিরবেন বলে জানিয়েছেন বুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীরা। তাঁরা একই সঙ্গে পরীক্ষাগুলোর তারিখ পুনর্নির্ধারণ করারও আবেদন করেছেন। 

বুয়েট ক্যাম্পাসের ড. এম এ রশীদ প্রশাসনিক ভবনের সামনে আজ রোববার বিকেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে এসব বক্তব্য তুলে ধরা হয়। শিক্ষার্থীদের মধ্যে তিনজন লিখিত বক্তব্য পড়ে শোনান।

শিক্ষার্থীরা বলেছেন, ক্যাম্পাসে ছাত্ররাজনীতি না চাওয়া মানেই মুক্তিযুদ্ধের পক্ষের মতাদর্শ থেকে দূরে সরে যাওয়া নয়। লিখিত বক্তব্যে তাঁরা বলেছেন, ‘ক্ষমতার লোভ এবং অপচর্চা আবারও এসে আমাদের সংখ্যাগরিষ্ঠ শিক্ষার্থীদের জিম্মি করে না ফেলুক। আমরা সব শিক্ষার্থীই গর্বের সঙ্গে আমাদের দেশপ্রেম, স্বাধীনতার চেতনার চর্চা আমাদের অন্তরে লালন করি।ক্যাম্পাস রাজনীতিমুক্ত ও অপশক্তির কবল থেকে মুক্ত থাকলে এবং নিরাপত্তার নিশ্চয়তা পেলে শিগগিরই একাডেমিক (শিক্ষা) কার্যক্রমে ফিরবেন বলে জানিয়েছেন বুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীরা। তাঁরা একই সঙ্গে পরীক্ষাগুলোর তারিখ পুনর্নির্ধারণ করারও আবেদন করেছেন।

গত বুধবার (২৭ মার্চ) মধ্যরাতে বুয়েট ক্যাম্পাসে ছাত্রলীগের নেতা-কর্মীদের প্রবেশের প্রতিক্রিয়ায় ২৯ মার্চ থেকে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। তাঁরা টার্ম ফাইনাল পরীক্ষাসহ সব একাডেমিক (শিক্ষা) কার্যক্রম বর্জন করে চলেছেন। আজ সকাল সাতটা থেকে বুয়েট ক্যাম্পাসের শহীদ মিনারে আন্দোলনত শিক্ষার্থীদের জড়ো হওয়ার কথা থাকলেও তাঁরা সেখানে যাননি। পরে বিকেলে সংবাদ সম্মেলন করেন তাঁরা।

এর আগে গতকাল দুপুরে ছাত্রলীগের নেতা–কর্মীরা বুয়েটে নিয়মতান্ত্রিক ছাত্র আন্দোলন চালুর দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেন। বুয়েট ক্যাম্পাস থেকে কিছুটা দূরে এই সমাবেশ হয়। পরে সমাবেশ শেষে ছাত্রলীগের নেতা–কর্মীরা বুয়েট ক্যাম্পাসে যান এবং কিছু সময় শান্তিপূর্ণভাবে অবস্থান করেন।

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন