Logo
Logo
×

ব্যবসা ও বাণিজ্য

বেড়েছে ক্রেডিট কার্ডে লেনদেন

Icon

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪, ০১:৪৮ এএম

বেড়েছে ক্রেডিট কার্ডে লেনদেন

দেশে চলতি বছরের সেপ্টেম্বর মাসে ক্রেডিট কার্ডে লেনদেন বেড়েছে। যা আগস্ট মাসের চেয়ে ১৪ দশমিক ৪২ ভাগ বেড়ে ২ হাজার ৬৬৮ কোটি টাকা হয়েছে।

দেশের বাইরে ব্যবহার ১২ দশমিক ৮৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪২০ কোটি টাকা হয়েছে। বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে সবচেয়ে বেশি খরচ করেছেন যুক্তরাষ্ট্রে।


বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যানে এ তথ্য পাওয়া গেছে। অপরদিকে, বিদেশী প্রতিষ্ঠানগুলো থেকে ইস্যু হওয়া ক্রেডিট কার্ড দিয়ে সেপ্টেম্বর মাসে ১১১ কোটি টাকা দেশে লেনদেন হয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, দেশের সামগ্রিক পরিস্থিতির কারণে জুলাই এবং আগস্ট ক্রেডিট কার্ড লেনদেন কমে গিয়েছিল। এবং সামনে খরচ আগের মাসগুলোর তুলনায় বেশি হবে, কারণ শীতকালে ভ্রমণ মৌসুম শুরু হয়। এ সময় সাধারণত ক্রেডিট কার্ড বেশি ব্যবহার হয়।

বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরীণ ক্রেডিট কার্ড ব্যবহারের বিশ্লেষণ অনুযায়ী, সেপ্টেম্বরে ডিপার্টমেন্টাল স্টোরগুলোতে ক্রেডিট কার্ডে লেনদেন ১ হাজার ৩১৭ কোটি টাকা পৌঁছেছে। যা আগস্ট মাসে ছিল ১ হাজার ১৭৯ কোটি টাকা।


ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন