এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল, ব্যাংকটির নির্বাহী কমিটির চেয়ারম্যান আদনান ইমাম ও এক কর্মকর্তার সব হিসাব জব্দের নির্দেশ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার রাতে এ নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট-বিএফআইইউ।
মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী ১ মাসের জন্য এসব ব্যক্তির একক ব্যাংক হিসাব বা তাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের হিসাব জব্দ করা হয়েছে।
এদিকে, এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার করে ঋণ জালিয়াতিসহ ৩৫টি অভিযোগ বাংলাদেশ ব্যাংকে জমা দিয়েছেন ৯ উদ্যোক্তা পরিচালক।