Logo
Logo
×

ব্যবসা ও বাণিজ্য

পুঁজিবাজারে সূচকের বড় লাফ, লেনদেন ছাড়াল ৮০০ কোটি টাকা

Icon

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৪, ০১:১৫ এএম

পুঁজিবাজারে সূচকের বড় লাফ, লেনদেন ছাড়াল ৮০০ কোটি টাকা

মূলধনি মুনাফায় কর কমানোর প্রভাব পড়েছে দেশের শেয়ার বাজারে। টানা দুই কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক বাড়ল ১৭৩ পয়েন্টের বেশি। মঙ্গলবার ডিএসইর লেনদেন ছাড়ায় ৮০০ কোটি টাকা। যা গত দেড় মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন। অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক বেড়েছে ২৯১ পয়েন্টের বেশি।

সোমবার শেয়ার বাজারে মূলধনি মুনাফায় কর অর্ধেক কমিয়ে ১৫ শতাংশ করে এনবিআর। যার প্রভাবে গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক বাড়ে ৬১ পয়েন্টের বেশি। 

মঙ্গলবারও দিনের শুরুতেই ইতিবাচক ঢাকার শেয়ার বাজার। প্রথম ১০ মিনিটেই সূচক বাড়ে ৬৪ পয়েন্ট। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে সূচকের অবস্থানও। দিনশেষে ডিএসইএক্স সূচক ১১২ দশমিক পাঁচ দুই পয়েন্ট বেড়ে অবস্থান ৫ হাজার ৩৬৫ পয়েন্টে। 

এদিকে, সূচকের সঙ্গে ডিএসইতে বেড়েছে লেনদেনও। এসময়, মোট লেনদেন হয় ৮৩৯ কোটি ৭০ লাখ টাকা। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে ২৭৪ কোটি টাকা। হাতবদলে অংশ নেওয়া ৩৯৯ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩০৪টি প্রতিষ্ঠানের শেয়ারের। কমেছে ৬৫টি এবং অপরিবর্তিত ৩০টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম স্কয়ার ফার্মা, দ্বিতীয় একমি ল্যাবরটেরিজ, তৃতীয় অবস্থানে লিন্ডে বিডি। 

শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম ফুওয়াং ফুড, দ্বিতীয় সুহৃদ ইন্ডাস্ট্রিজ, তৃতীয় অবস্থানে আরামিট সিমেন্ট। এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক ২৯০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৮৭৬ পয়েন্টে। লেনদেন ৫ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার।


ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন