Logo
Logo
×
ব্রেকিং
সশস্ত্র বাহিনী দিবস উদযাপনে সেনাকুঞ্জে বেগম খালেদা জিয়া নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন আইজিপি হিসেবে দায়িত্ব নিলেন বাহারুল আলম

ব্যবসা ও বাণিজ্য

এবার মাদারীপুরের টেকেরহাটে ইউসিবির নতুন শাখা চালু

Icon

ঢাকা টুডে ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪, ১২:২৫ এএম

এবার মাদারীপুরের টেকেরহাটে ইউসিবির নতুন শাখা চালু

সর্বোত্তম ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে ৪ নভেম্বর ২০২৪ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) ২২৯তম টেকেরহাট শাখা উদ্বোধন করা হয়েছে। নতুন শাখা অফিস উদ্বোধন উপলক্ষে ব্যাংক-চত্বরে আয়োজিত এক সুধী-সমাবেশে শাখার উদ্বোধন করেন ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউসিবির ভাইস-চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেনসহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ, ইউসিবির টেকেরহাট শাখা ও প্রধান কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ।

এসময় প্রতিষ্ঠানটির সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ বলেন, ‘সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে গ্রাহক চাহিদাকে বিবেচনায় নিয়ে ব্যাংকিং সেবাকে আধুনিক, নিরাপদ, সহজ ও গ্রাহকবান্ধব করতে ইউসিবি সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করেছে। ব্যাংকিং সেবার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য খাতে কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন এবং পরিবেশবান্ধব গ্রিন ব্যাংকিং আন্তরিকভাবে অনুশীলন করছে। তিনি সংশ্লিষ্ট সবাইকে টেকেরহাট শাখা ইউসিবির ব্যাংকিং সেবা গ্রহণের আমন্ত্রণ জানান।

উল্লেখ্য, ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত দেশের অন্যতম প্রধান বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি দেশজুড়ে বিস্তৃত শাখা নেটওয়ার্কের মাধ্যমে গ্রাহকদের সর্বোত্তম সেবা নিশ্চিত করে আসছে।

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন