Logo
Logo
×

সারাদেশ

পঞ্চগড়ে তীব্র শীত, তাপমাত্রা ১২ ডিগ্রির ঘরে

Icon

ঢাকা টুডে ২৪ ডেস্ক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৪, ০১:০৮ পিএম

পঞ্চগড়ে তীব্র শীত, তাপমাত্রা ১২ ডিগ্রির ঘরে

উত্তরের জনপদ পঞ্চগড়ে তীব্র শীতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়ে পড়েছে।

ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে উত্তরের জেলা পঞ্চগড়। শীতের তীব্রতা ও কুয়াশায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়ে পড়েছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢেকে থাকছে বিস্তীর্ণ জনপদ।

শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল থেকে মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। ঘন কুয়াশায় ধীরগতিতে চলতে হচ্ছে তাদের। এদিকে সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এদিকে বৃহস্পতিবার রাত থেকে জেলার সড়ক-মহাসড়কে কুয়াশা পড়তে দেখা যায়। রাতভর বৃষ্টির মতো ঝরতে থাকে কুয়াশা।

শুক্রবার বেলা ১১টা পর্যন্ত তীব্র ঘন কুয়াশার কারণে সূর্যের মুখ দেখা যায়নি। অন্যদিকে হিমালয় থেকে আসা হিমেল হাওয়া শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে। শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে শ্রমজীবী মানুষকে কাজের সন্ধানে বেরিয়ে যেতে দেখা গেছে।

বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের নলেহাপাড়ার দিনমজুর জালাল উদ্দীন বলেন, ‘গত কয়েক দিনের তুলনায় কুয়াশার পরিমাণ ও শীতের তীব্রতা বেড়েছে। আজ সকালে কাজে যেতে খুব কষ্ট হচ্ছে। ঠান্ডায় হাত-পা কোঁকড়া হয়ে আসছে।’

সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের বিজয়চন্দ্র রায় বলেন, ‘সকালে জরুরি কাজে গ্রামের বাজারে যাওয়ার জন্য বের হলাম। কিন্তু ১০ হাত দূরেও দেখা যাচ্ছে না, এতই ঘন কুয়াশা। শীতে আমাদের খুব কষ্ট হচ্ছে।’

তেতুঁলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, ‘আকাশে মেঘ থাকায় ঘন কুয়াশা পড়েছে। কয়েক দিন আগে কুয়াশা ছিল না। তবে ডিসেম্বরের মাঝামাঝি শীতের তীব্রতা আরও বাড়বে।’

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন