Logo
Logo
×

সারাদেশ

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধান

লালমনিরহাটে চীনের সহায়তায় বিমান ঘাঁটি তৈরির বিষয়টি ভুয়া

Icon

ঢাকা টুডে ২৪ ডেস্ক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৪, ০১:২৭ পিএম

লালমনিরহাটে চীনের সহায়তায় বিমান ঘাঁটি তৈরির বিষয়টি ভুয়া

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ইন্টারনেটের বিভিন্ন মাধ্যমে ভাইরাল কিছু পোস্টে দাবি করা হচ্ছে, চীনের প্রযুক্তিগত সহায়তায় চিকেন নেকের কাছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমানঘাঁটি নির্মাণ করবে বাংলাদেশ বিমান বাহিনী। 

এই দাবির সাথে কিছু পোস্টে দাবিটির সূত্র হিসেবে বিমান বাহিনীর নামও উল্লেখ করা হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, চিকেন নেকের কাছে চীনের সহায়তায় বাংলাদেশ বিমান বাহিনীর বিমান ঘাঁটি তৈরির দাবিটি সঠিক নয় বরং বহুল আলোচিত লালমনিরহাটের এই বিমানবন্দরের কার্যক্রম ছয় দশকের বেশি সময় ধরে বন্ধ রয়েছে। সাম্প্রতিক সময়ে এটি চালুর কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে নিশ্চিত হয়েছে রিউমর স্ক্যানার। 

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন