বিএনপির সম্মেলন কেন্দ্র করে সড়কে গাছ ফেলে আগুন জ্বালিয়ে বিক্ষোভ
ঢাকা টুডে ২৪ ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, ০২:২৯ পিএম
সম্মেলনের বিরোধিতা করে বিএনপির একাংশ সড়ক অবরোধ ও বিক্ষোভ করে।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিএনপির সম্মেলন ঘিরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে।
সম্মেলনের বিরোধিতা করে বিএনপির একাংশ সড়ক অবরোধ ও বিক্ষোভ করে। বিক্ষোভকারীরা বাঞ্ছারামপুর-হোমনা সড়কে গাছ ফেলে ও আগুন জ্বালিয়ে যান চলাচল ব্যাহত করেন। বুধবার (২০ নভেম্বর) সকালে উপজেলার উজানচর ইউনিয়নের কৃষ্ণনগর এলাকায় এ ঘটনা ঘটে। বিক্ষোভ চলাকালে বাঞ্ছারামপুর-হোমনা সড়কে একটি মাইক্রোবাস ভাঙচুরের ঘটনাও ঘটে।
অবরোধকারীদের দাবি, সম্মেলনে দলীয় শৃঙ্খলা উপেক্ষা করে আওয়ামী লীগের লোকজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে উপজেলা প্রশাসন সম্মেলন স্থলসহ আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করে। এস এম মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
জানা গেছে, উপজেলা বিএনপির একাংশের উদ্যোগে ওই মাঠে সম্মেলন আয়োজনের ঘোষণা দেওয়া হয়। তবে এ সিদ্ধান্তের বিরোধিতা করে বিএনপির আরেকটি অংশ সেখানে আলোচনা সভার আয়োজন করে। দুই পক্ষের মধ্যে বিরোধ চরমে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন কঠোর অবস্থান নেয়।