৪ ঘণ্টার চেষ্টায় প্যাকেজিং কারখানার আগুন নিয়ন্ত্রণে
ঢাকা টুডে ২৪ ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, ০১:১২ পিএম
কারখানার আগুন প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।
গাজীপুর মহানগরের আধেপাশায় অবস্থিত ইন্টারপ্যাক লিমিটেডের প্যাকেজিং কারখানার আগুন প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) রাত দেড়টার দিকে বৈদ্যুতিক খুঁটিতে ট্রান্সফরমারে স্পার্ক হয়ে আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সকাল পৌনে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণ আনে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, কারখানাটিতে বিভিন্ন ধরনের ছাপার কাজ ও কার্টন তৈরি হতো। রাত দেড়টার দিকে হঠাৎ কারখানাসংলগ্ন বৈদ্যুতিক খুঁটিতে ট্রান্সফরমারে স্পার্ক হয়ে আগুনের সূত্রপাত ঘটে। আগুন দ্রুত কারখানার ভেতরে কাগজের মধ্যে ছড়িয়ে পড়ে। কাগজ থেকে পুরো কারখানায় ছড়িয়ে যায়। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তিনটি ইউনিট ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়।