ব্রেকিং |
গাজীপুরে আজও শ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল
ঢাকা টুডে ২৪ ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ১২:৩৪ পিএম
সড়কে যান চলাচল বন্ধ রয়েছে, চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।
গাজীপুরে এক মাসের বকেয়া বেতনের দাবিতে মঙ্গলবারও (১৯ নভেম্বর) চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে রেখেছেন বেক্সিমকো ইইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা। পাশাপাশি সড়কে অবস্থান নিয়েছেন ডরিন ও আইরিশ কারখানার শ্রমিকরাও।
এতে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। পরিবহনগুলো চলছে বিকল্প রাস্তায়। এর আগে সোমবার (১৮ নভেম্বর) সকাল থেকে রাত ১১টা পর্যন্ত সড়কটি অবরোধ করে রেখেছিলেন শ্রমকরা। অক্টোবরের বকেয়া বেতনের দাবিতে এক সপ্তাহ ধরে চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা।
কারখানার শ্রমিক ও শিল্পপুলিশ জানায়, গাজীপুর মহানগরের সারোবো এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে বেশ কয়েকটি শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। বৈষ্যমবিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানের পর কয়েক মাস ধরে শ্রমিকরা প্রতি মাসেই আন্দোলন করে বেতন আদায় করছেন। চলতি মাসের ১৬ তারিখ হয়ে গেলেও বেক্সিমকোর শ্রমিকরা বেতন পাননি; যার কারণে আন্দোলন করে যাচ্ছেন।