সোনারগাঁয়ে টিস্যু কারখানার আগুন সাড়ে ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে
ঢাকা টুডে ২৪ ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ১১:১৮ এএম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা গ্রুপের টিস্যু ফ্যাক্টরিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা গ্রুপের টিস্যু ফ্যাক্টরিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। দীর্ঘ সাড়ে ৪ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণ করা হয়।
এর আগে আজ ভোর ৫টা ১০ মিনিটের দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকায় গ্রুপটির টিস্যু কারখানার গোডাউনে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশনের ১২টি ইউনিট। তবে কী কারণে আগুন লেগেছে তা তাৎক্ষণিক নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আজ সোমবার ভোরে ফ্রেশ টিস্যু পেপারের গোডাউনে আগুনের সূত্রপাত ঘটে। পরে সোনারগাঁ, গজারিয়া, গজারিয়া বিসিক ফায়ার স্টেশন, বন্দর, কাঁচপুর ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণে না আসায় ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন জানান, সকাল সোয়া ৫টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে সাড়ে ৫টার মধ্যে তারা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রথমে সোনারগাঁও, গজারিয়া ও গজারিয়া বিসিক ফায়ার স্টেশনের ৬টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। পরে বন্দর, কাঁচপুর ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে আরও ৬টি ইউনিট ঘটনাস্থলে আসে।
তিনি আরও বলেন, সকাল সাড়ে ৯ টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এখনও ক্ষতির পরিমাণও নিরূপণ করা যায়নি।