এটা বৈষম্য নয়, আপনারা অঞ্চল দিয়ে দেখা বন্ধ করুন: উপদেষ্টা শারমিন মুরশিদ
ঢাকা টুডে ২৪ ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪, ০৫:৩৬ পিএম
রংপুরে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের চেক বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা শারমিন মুরশিদ ও ফরিদা আখতার।
অন্তর্বর্তী সরকারের সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেছেন, তারা (সরকার) আঞ্চলিকতায় বিশ্বাস করে না। দেশের প্রয়োজনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস যাঁকে প্রয়োজন মনে করেছেন, তাঁকে উপদেষ্টা হিসেবে নিয়োগ নিয়েছেন।
আজ শনিবার দুপুরে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের চেক বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শারমিন মুরশিদ এসব কথা বলেন। এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
‘শহীদ পরিবারের পাশে বাংলাদেশ’ শীর্ষক একই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম। অনুষ্ঠান ছিল দুপুর ১২টার দিকে। অনুষ্ঠান শুরুর আগে সকাল ১০টা ৫০ মিনিটের দিকে সারজিস আলম সাংবাদিকদের বলেন, ‘চট্টগ্রাম বিভাগ থেকে ১৩ জন উপদেষ্টা দেওয়া হয়েছে। কিন্তু রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগ থেকে কাউকে উপদেষ্টা করা হয়নি। তিন বিভাগ থেকে কি একজনও নেই, যিনি মন্ত্রণালয় চালানোর যোগ্য। অঞ্চলবৈষম্য আমরা সমর্থন করি না।’
অনুষ্ঠান শেষে বেলা একটার দিকে দুই উপদেষ্টাকে এই প্রসঙ্গ নিয়ে একজন সাংবাদিক প্রশ্ন করেন, উত্তরবঙ্গে আন্দোলন হচ্ছে, রংপুর ও রাজশাহী বিভাগ থেকে অন্তর্বর্তী সরকারে কাউকে উপদেষ্টা করা হয়নি। এ প্রশ্নের জবাবে শারমিন মুরশিদ বলেন, ‘আমরা বিভাগ দেখি না, জেলা দেখি না। আমরা শুধু দেশ দেখি। দেশের পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা যাঁদের মনে করেছেন, এই মুহূর্তে জরুরিভাবে একত্র করা দরকার, উনি তাঁদের একত্র করেছেন। এটা কাউকে ছোট করে নয়, কাউকে বড় করে নয়। আপনারা আঞ্চলিকভাবে চিন্তা করবেন না।’
আরেকজন সাংবাদিক প্রশ্ন করেন, শুধু একটি বিভাগ থেকে ১৩ জন উপদেষ্টাকে নেওয়া হয়েছে। উত্তরাঞ্চলের জন্য এটা কি বৈষম্য নয়—এ প্রশ্নের জবাবে শারমিন মুরশিদ বলেন, ‘এটা বৈষম্য নয়, আপনারা অঞ্চল দিয়ে দেখা বন্ধ করুন। বিগত রেজিমে (আওয়ামী সরকার) ফরিদপুর থেকে কী পরিমাণ লোক এসেছে, ভুলে গেছেন। আমরা সেই আঞ্চলিকতায় বিশ্বাস করি না। আপনার এই এলাকায় ঠিক ততখানি শ্রম দেব, মেধা দেব, অর্থ দেব, যেটা অন্য এলাকাতেও একইভাবে দেব।’
সর্বশেষ গত ১০ নভেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নতুন করে তিনজন বঙ্গভবনে শপথ নিয়েছেন। এ নিয়ে উপদেষ্টা পরিষদের সদস্য এখন ২৪ জন। নতুন তিন উপদেষ্টার শপথের পর দিন ১১ নভেম্বর রংপুর প্রেসক্লাবে সামনে ‘উত্তরাঞ্চলকে বঞ্চিত করা হয়েছে’ অভিযোগ করে সড়ক অবরোধ করেন রংপুরের ছাত্র-জনতা। ১২ ও ১৩ নভেম্বর রংপুর ও রাজশাহী বিভাগ থেকে অন্তত চারজন উপদেষ্টা নিয়োগের দাবিতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করা হয়।