Logo
Logo
×

সারাদেশ

বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা

Icon

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪, ১২:৪৯ এএম

বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা

গত কয়েক বছর ধরে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা দুটি পর্বে অনুষ্ঠিত হয়ে আসছে। এবারও এর ব্যতিক্রম হচ্ছে না। ২০২৫ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে তাবলিগ জামাতের দুই পক্ষের বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হবে।
আজ সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে এসব তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি জানান, ইজতেমার প্রথম পর্ব ২০২৫ সালের ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় পর্ব ৭ থেকে ৯ ফেব্রুয়ারি টঙ্গীর তুরাগ নদের তীরে অনুষ্ঠিত হবে।
ইজতেমার তারিখ নির্ধারণ নিয়ে সচিবালয়ে তাবলিগ জামাতের দুই পক্ষকে আলোচনায় ডাকলেও সভায় উপস্থিত হন মাওলানা সাদ পন্থীরা। স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে ধর্ম, তথ্য, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা ছাড়াও সভায় উপস্থিত ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন সদস্যরা।
বৈঠকে আসন্ন বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণের পাশাপাশি আইনশৃঙ্খলা, বিদেশিদের ভিসা প্রদানসহ সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে সাদপন্থী মাওলানা মুয়াজ বিন নুর জানান, গত সাত বছর ধরে দ্বিতীয় পর্বে ইজতেমা করে আসলেও এবার তাঁরা প্রথম পর্বে করতে চান । এছাড়া মাওলানা সাদকে ভারত থেকে দেশে নিয়ে আসতে সরকারের সহায়তা কামনা করেন তাঁরা।
তাবলিগ জামাতের বিরোধের কারণে গত কয়েক বছর থেকে ইজতেমা দুই পর্বে আলাদাভাবে অনুষ্ঠিত হচ্ছে।

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন