Logo
Logo
×

সারাদেশ

৭ সপ্তাহ বেতন নাই, কেউ শোনেও না, ভাবেও না: ক্ষোভ চা শ্রমিকের

Icon

ঢাকা টুডে ২৪ ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৪, ০৫:৫৫ পিএম

৭ সপ্তাহ বেতন নাই, কেউ শোনেও না, ভাবেও না: ক্ষোভ চা শ্রমিকের

সিলেটের তিনটি চা বাগানের শ্রমিকরা সাত সপ্তাহ ধরে বেতন না পাওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন।

রাষ্ট্রীয় মালিকানাধীন ন্যাশনাল টি কোম্পানির অধীন সিলেটের তিনটি চা বাগানের শ্রমিকরা সাত সপ্তাহ ধরে বেতন না পাওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন।

রোববার দুপুরের দিকে সিলেটের এয়ারপোর্ট সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে ওই সড়কে যানচলাচল ব্যাহত হয়। এ সময় শ্রমিকরা স্লোগান দেন- ‘আমাদের বেতন না দিলে, রাজপথ ছাড়ব না’, ‘জেগেছে রে জেগেছে, চা শ্রমিক জেগেছে’, ‘চা শ্রমিকের সংগ্রাম, চলছে-চলবে’, ‘সাত সপ্তার বেতন, দিতে হবে দিয়ে দাও’, ‘আমাদের বেতন না দিলে, রাজপথ ছাড়ব না’, ‘আমাদের ন্যায্য বেতন, দিতে হবে দিয়ে দাও’, ‘রুটি-রুজির সংগ্রাম, চলছে চলবে’, ‘মালিকপক্ষের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’- ইত্যাদি।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের তথ্যমতে, সারাদেশে ন্যাশনাল টি কোম্পানির ফাঁড়ি বাগানসহ ১৬টি চা বাগান রয়েছে। এসব বাগানে প্রায় ১৭ হাজার শ্রমিক কাজ করেন। তাদের ওপর আরও ৩০ হাজার মানুষের ভরণপোষণ নির্ভর করে। ন্যাশনাল টি কোম্পানির আওতাধীন সিলেট বিভাগের আওতাধীন সব চা বাগানেই বেতন বকেয়া পড়েছে। চা শ্রমিক সুনীল কুড়ি বলেন, “আমরা সাত সপ্তাহ ধরে আমরা বেতন পাচ্ছি না। আমাদের বকেয়া বেতন না দিলে রাজপথ ছাড়ব না। শ্রমিকরা না খেয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে। আমাদের বাগান কর্তৃপক্ষ কিছু জানাচ্ছে না। তাই আজ আমরা সড়ক অবরোধ করেছি। প্রত্যেকটা চা শ্রমিকের ঘরে খাবার নাই, ছোট ছোট বাচ্চা নিয়ে আমরা না খেয়ে আছি। আমাদের কথা কেউ শুনে না, সমাজে কেউ ভাবেও না।”

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন