ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া কমানোর দাবিতে হরতালের ডাক
ঢাকা টুডে ২৪ ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৪, ০৬:০৪ পিএম
ছবি: সংগৃহীত
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচল করা বাসের ভাড়া কমানোর দাবিতে হরতালসহ ৯টি কর্মসূচি ঘোষণা করেছে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম নামে নারায়ণগঞ্জের একটি নাগরিক সংগঠন।
শনিবার সকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির কথা জানান সংগঠনটির আহ্বায়ক রফিউর রাব্বি। সংবাদ সম্মেলন থেকে এই রুটে নন-এসি বাসের ভাড়া সর্বোচ্চ ৪৫ টাকা এবং এসি বাসের ভাড়া সর্বোচ্চ ৬৫ টাকা করার দাবি জানানো হয়। একইসঙ্গে শিক্ষার্থীদের ভাড়া অর্ধেক করারও দাবি জানান সংগঠনটির নেতারা। দাবি না মানা হলে আধা বেলা হরতাল পালনের ঘোষণা দিয়েছেন তারা।
লিখিত বক্তব্যে ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বি বলেন, ‘গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের সঙ্গে সঙ্গে নারায়ণগঞ্জের পরিবহন সিন্ডিকেটের মাফিয়া ও গডফাদাররা পালিয়ে গেছে। আবার যেন এই পরিবহন সেক্টর কোনও গডফাদারের হাতে জিম্মি হয়ে না পড়ে। তবে গত ২ এপ্রিল বিগত সরকারের আমলে বিআরটিএ কর্তৃক জারিকৃত নারায়ণগঞ্জ রুটে ভাড়ার তালিকা-সংবলিত প্রজ্ঞাপনটি জনবিরোধী এবং পরিবহন মালিকবান্ধব হয়েছে।’