Logo
Logo
×

সারাদেশ

চালু হলো মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন

Icon

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪, ০২:০৮ পিএম

চালু হলো  মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন

আজ আবার চালু হল মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশন। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ উত্তরায় এক সংবাদ সম্মেলনে জানান, দেশের কারিগরি টিম স্বল্প খরচে স্টেশনটি চালু করতে সক্ষম হয়েছে। এক বছর নয়, মাত্র তিন মাসে স্টেশনটি চালু করায় হাজার হাজার যাত্রীর ভোগান্তি কমবে বলেও জানায় মেট্রোরেল কর্তৃপক্ষ।

আওয়ামী লীগ সরকার পতনে উত্তাল জুলাইয়ের ১৮ তারিখ ছাত্রদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির সময় মেট্রোরেলের মিরপুর-১০ এর স্টেশন ভাঙচুর হয়। সেদিন বিকালেই বন্ধ করে দেওয়া হয় মেট্রো চলাচল। এরপর কেটে গেছে প্রায় তিন মাস।

প্রতিদিন হাজার হাজার যাত্রী এই স্টেশন থেকে চলাচল করেন। তাদের দুর্ভোগ লাঘবে দ্রুতই সংস্কার শেষ করে মেট্রোরেল কর্তৃপক্ষ। অবশেষে এল স্টেশনটি পুনরায় চালু হওয়ার সুখবর।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেন, ‘মঙ্গলবার সকাল থেকে যাত্রীরা মিরপুর-১০ নম্বর স্টেশন ব্যবহার করে চলাচল করতে পারবে।’

মিরপুর-১০ নম্বর স্টেশন ১ বছরেও যন্ত্রপাতি এনে সচল করা সম্ভব হবে না বলে ২৭ জুলাই জানিয়েছিলেন, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সে সময় মেট্রোরেলের দুটি স্টেশনের মেরামতের জন্য সাড়ে ৩০০ কোটি টাকা ব্যয় ধরা হয়েছিল। তবে কাজীপাড়া স্টেশন মেরামতে খরচ হয়েছে ২০ লাখ ২৬ হাজার টাকা। আর মিরপুর-১০ স্টেশন মেরামতের ব্যয়ও খুব বেশি নয়।

মোহাম্মদ আবদুর রউফ আরও বলেন, ‘আমাদের কারিগারি টিম কোনো বিদেশি খরচ ছাড়াই দ্রুত মিরপুর-১০ স্টেশন মেরামতের কাজ শেষ করলো।’

শুক্রবারে যাত্রীসংখ্যা বৃদ্ধি পাওয়ায় ট্রেনের সময়ের ব্যবধান দুই মিনিট কমিয়ে ১০ মিনিট করা হয়েছে। এ ছাড়া শুক্রবার বাদে প্রতিদিন সকাল ৭টা ১০ মিনিট থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত চলবে মেট্রোরেল।

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন