বেনাপোল স্থলবন্দর। ছবি: সংগৃহীত
ভারতে দোলযাত্রা বা দোল পূর্ণিমা উপলক্ষে সোমবার (২৫ মার্চ) সরকারি ছুটি থাকায় এবং বাংলাদেশে স্বাধীনতা দিবস উপলক্ষে মঙ্গলবার (২৬ মার্চ) সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দুদেশের মধ্যে দুদিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে এসময় বন্দরে পণ্য খালাস প্রক্রিয়াসহ পণ্য ওঠানামা স্বাভাবিক থাকবে। এছাড়া এসময় বেনাপোল-পেট্রাপোল চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
আগামী বুধবার (২৭ মার্চ) সকাল থেকে আবারও বন্দরে স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।
বেনাপোল বন্দর পরিচালক রেজাউল ইসলাম ও সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, দোলযাত্রা বা দোল পূর্ণিমা একটি বৈঞব উৎসব। বসন্তের এই উৎসবটি হোলি নামে পরিচিত। অশুভ শক্তির বিনাশ হিসেবে হোলি উৎসব হয়ে থাকে। এই উৎসবের কারণে আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত সিঅ্যান্ডএফ মালিক, কর্মচারী, হ্যান্ডলিং শ্রমিক, ট্রাকচালকরা নিজ নিজ এলাকায় ফিরে গেছেন। এছাড়া মঙ্গলবার বাংলাদেশে স্বাধীনতা দিবস। ফলে সোমবার ও মঙ্গলবার এ পথে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান বিশ্বাস জানান, এ পথে দুই দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।
ভারতের পেট্রাপোলে সিএন্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, সোমবার ও মঙ্গলবার বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে ভারতীয় খালি ট্রাকগুলো ফেরত আসতে কোনো বাধা নেই। বুধবার সকাল থেকে আবার এ পথে আমদানি-রপ্তানি বাণিজ্য চলবে।