ব্রেকিং |
ঈদের ছুটিতে রাজধানী ছাড়ছেন ঘরমুখী মানুষ।
স্বজনদের সঙ্গে পবিত্র ঈদুল ফিতর উদযাপনের জন্য রাজধানী ছাড়ছেন বিপুল সংখ্যক মানুষ। শুক্রবার (৫ এপ্রিল) ঈদের আগের শেষ সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর রাস্তা-ঘাট অনেকটাই ফাঁকা ছিল। কেবল ভিড় দেখা গেছে রাজধানীর বিপনী বিতান ও যাত্রাপথের রেল, লঞ্চ ও বাস টার্মিনালগুলোতে।
আজ শনিবার (৬ এপ্রিল) সাপ্তাহিক ছুটির সঙ্গে রবিবার (৭ এপ্রিল) শবে কদরের সরকারি ছুটি। সোমবার (৮ এপ্রিল) এবং মঙ্গলবার (৯ এপ্রিল) ঐচ্ছিক ছুটির সুযোগ রয়েছে। ঈদের সরকারি ছুটি নির্ধারণ করা আছে বুধবার থেকে শুক্রবার (১০, ১১ এবং ১২ এপ্রিল)। এছাড়া ১৩ এপ্রিল সরকারি ছুটি এবং ১৪ এপ্রিল পহেলা বৈশাখ।
সব মিলিয়ে ১০ দিনের ছুটি হওয়ায় অনেক পরিবার আগেই রাজধানী ছেড়েছেন। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আগে থেকে ছুটি শুরু হওয়ার কারণে শিক্ষার্থীরাও আগেভাগেই রাজধানী ছেড়েছেন। যারা আগে যাচ্ছেন তাদের ভোগান্তিও কম হচ্ছে।