Logo
Logo
×

সারাদেশ

উত্তরের ঈদযাত্রায় মহাসড়কে থাকবে ৭০০ পুলিশ : রাজশাহীর ডিআইজি

Icon

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৪, ০২:৪২ পিএম

উত্তরের ঈদযাত্রায় মহাসড়কে থাকবে ৭০০ পুলিশ : রাজশাহীর ডিআইজি

সিরাজগঞ্জের হাটিকুমরুল মহাসড়ক এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা জানান ডিআইজি মোহাম্মদ আনিসুর রহমান।

পুলিশের রাজশাহী বিভাগীয় ডিআইজি মোহাম্মদ আনিসুর রহমান বলেন, ‘ঈদে নাড়ির টানে উত্তরাঞ্চলে ঘরে ফেরা মানুষের যাত্রাপথ নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে পুলিশ পরিকল্পনা গ্রহণ করেছে। এ লক্ষে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম, বগুড়া, রাজশাহী ও পাবনাগামী মহাসড়কে ৭০০ পুলিশ মোতায়েন করা হবে। এ ছাড়া যানজট নিরসনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি নানা পদক্ষেপ গ্রহণ করা হবে।’

বুধবার (৩ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জের হাটিকুমরুল মহাসড়ক এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি একথা বলেন। ডিআইজি আনিসুর রহমান বলেন, মহাসড়কে যানবাহন চলাচলে কড়াকড়ি এবং মহাসড়কে যাতায়াত নিরাপত্তায় বিশেষ পদক্ষেপ নেওয়া হবে। 

ঈদে যাত্রীরা যাতে মলম পার্টি, অজ্ঞান পার্টি ও ছিনতাইকারীদের দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য পুরো বিভাগে পুলিশের অভিযান চলমান রয়েছে। আশা করছি সিরাজগঞ্জের ৮৮ কিলোমিটার মহাসড়কের পথ বিগত সময়ের চেয়ে যাত্রীদের আগামী ঈদ যাত্রা স্বস্তি এবং আনন্দদায়ক হবে। এ লক্ষ্যে জেলা ও বিভাগীয় পুলিশ যাবতীয় পদক্ষেপ গ্রহণ করেছে।  

এ সময় সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. আরিফুর রহমান মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) রেজওয়ান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সিরাজুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলহাস উদ্দিনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন