Logo
Logo
×

সারাদেশ

রুমায় সোনালী ব্যাংক ডাকাতি

খোঁজ মেলেনি সেই ম্যানেজারের

Icon

ঢাকা টুডে ২৪ ডেস্ক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৪, ০২:২৬ পিএম

খোঁজ মেলেনি সেই ম্যানেজারের

বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকে সন্ত্রাসী হামলা ও লুটপাটের ঘটনায় অপহৃত ব্যাংক ম্যানেজার নিজাম উদ্দিনকে এখনও উদ্ধার করা যায়নি। এ ঘটনার প্রায় ১৫ ঘণ্টা পেরিয়ে গেলেও কোনো মামলা হয়নি।

বুধবার (৩ এপ্রিল) সকালে জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিন ও পুলিশ সুপার (এসপি) সৈকত শাহীন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয়রা জানায়, সোমবার রাত সাড়ে ৯টায় রুমা মসজিদে তারাবি নামাজ পড়ার সময় একদল সশস্ত্র সন্ত্রাসী মসজিদের সবাইকে জিম্মি করে সোনালী ব্যাংক ম্যানেজার কে জানতে চাইলে সবাই চুপ করে থাকে। একপর্যায়ে ব্যাংক ম্যানেজার নেজাম উদ্দিনকে সঙ্গে করে ব্যাংকে নিয়ে গিয়ে গেট ভেঙে অফিসে থাকা অফিস সরঞ্জাম নষ্ট করে ফেলে এবং ব্যাংক নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের মারধর করে মোট ১৪টি আগ্নেঅস্ত্র লুট করে। এরপর ব্যাংক ম্যানেজার মো. নেজাম উদ্দিনকে নিয়ে যায় সন্ত্রাসীরা।

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন