Logo
Logo
×

সারাদেশ

জেসিআইয়ের উদ্যোগে জ্যামে আটকে থাকা মানুষের মাঝে ইফতার বিতরন

Icon

ঢাকা টুডে ২৪ ডেস্ক

প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ১২:০১ এএম

জেসিআইয়ের উদ্যোগে জ্যামে আটকে থাকা মানুষের মাঝে ইফতার বিতরন

জেসিআই বাংলাদেশের পক্ষ থেকে ইফতার বিতরণ করা হয়।

সারাদিন মোটামুটি স্বস্তি থাকলেও ইফতারের ঠিক আগ মুহূর্তে সৃষ্টি হয় অসহনীয় যানজট। এতে বিপাকে পড়েন অফিস ফেরত সাধারণ মানুষ। কেউ কেউ ইফতারের আগে ঘরে ফেরা নিয়ে থাকেন সংশয়ে। কখনো কখনো রাস্তার মাঝেই যাত্রা পথে করতে হয় ইফতার।

এই ভাবনা থেকে রমজান মাসজুড়ে প্রতিদিনই  'ইফতার হোক সবার’ শিরোনামে রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন অঞ্চলে জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট কাজী ফাহাদ ও  এডভাইজার টু ন্যাশনাল প্রেসিডেন্ট তাসিন আজিম সেজানের উদ্যোগে জেসিআই বাংলাদেশের পক্ষ থেকে ইফতার বিতরণ করা হয়। এরই ধারাবাহিকতায় আজ (২৫ মার্চ) ২৪ রমযান রাজধানীর ব্যস্ততম এলাকা ফার্মগেটে ট্রাফিক জ্যামে আটকে থাকা ও সুবিধাবঞ্চিত ২ হাজার মানুষের মাঝে ইফতার বিতরণ করে জেসিআই ঢাকা মেট্রো ও জেসিআই ঢাকা স্পার্ক। 

জেসিআই ঢাকা মেট্রো ও জেসিআই ঢাকা স্পার্কের সদস্যদের সহযোগিতায় ইফতার বিতরণের এই আয়োজনে জেসিআই এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। যানজটে আটকে থাকা মানুষ মহতী এই উদ্যোগের প্রতিক্রিয়ায় একই সঙ্গে স্বস্তি অনুভব ও প্রশংসা করেন। 

ইফতার বিতরণে উপস্থিত ছিলেন- জেসিআই ঢাকা মেট্রোর লোকাল প্রেসিডেন্ট তৌফিক হাসান, লোকাল ভাইস প্রেসিডেন্ট ফারজানা ইসলাম, লোকাল ভাইস প্রেসিডেন্ট অপরাজিতা সঙ্গীতা, লোকাল সেক্রেটারি জেনারেল মো. আখতার হোসাইন, লোকার ট্রেজারার আব্দুল্লাহ হোসাইন, জেসিআই ঢাকা স্পার্কের লোকাল প্রেসিডেন্ট সাইফুল ইসলাম আকাশ ও অন্যান্য সদস্যগণ।

আজকের এই ইফতার বিতরণ তত্ত্বাবধান করেন ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট মাসরুর মাহমুদ শুভ, রিজিওনাল ভাইস প্রেসিডেন্ট রাইয়ান আকবর টুটুল ও জেসিআই ঢাকা মেট্রোর ফাউন্ডার প্রেসিডেন্ট সানামা ফায়েজ।

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন