ব্রেকিং |
চিলমারী-রৌমারী নৌরুটে ফেরি চলাচল বন্ধ
ঢাকা টুডে ২৪ ডেস্ক
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ০১:২৩ পিএম
চিলমারী-রৌমারী নৌরুটে ড্রেজিংয়ের কাজ চলছে।
নাব্য সংকটের কারণে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে চিলমারী-রৌমারী নৌরুটে ১৭ দিন ধরে ফেরি চলাচল বন্ধ রয়েছে। গত ২৩ ডিসেম্বর থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
২৩ ডিসেম্বর থেকে নদীতে নাব্য সংকট ও ড্রেজিংয়ের কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। বিআইডব্লিউটিএ ক্লিয়ারেন্স দিলে এ রুটে আবারও ফেরি চলাচল শুরু করা হবে।
বিআইডব্লিউটিএর উপসহকারী প্রকৌশলী মো. কামরুজ্জামান বলেন, নদীতে সার্ভে করছি। বলদমারা থেকে রৌমারী ঘাট পর্যন্ত ৬ কিলোমিটার রুটে সমস্যা রয়েছে। যে চ্যানেলটি দিয়ে ফেরি রুট ছিল সে রুট বন্ধ হয়ে গেছে। চার হাজার ফুট ড্রেজিং করা হয়েছে। আবারও বন্যার কারণে ভর্তি হয়ে গেছে। তবে দু-তিন দিনের মধ্যে রুট ক্লিয়ার হতে পারে।