Logo
Logo
×

সারাদেশ

চট্টগ্রাম কাস্টম হাউস

ছয় মাসে রাজস্ব বেড়েছে ২৩৮২ কোটি টাকা

Icon

ঢাকা টুডে ২৪ ডেস্ক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ০৪:২১ পিএম

ছয় মাসে রাজস্ব বেড়েছে ২৩৮২ কোটি টাকা

ফাইল ছবি

চলতি অর্থবছরের ছয় মাসে আগের বছরের একই সময়ের তুলনায় ২ হাজার ৩৮২ কোটি টাকা রাজস্ব আয় বেড়েছে চট্টগ্রাম কাস্টম হাউসের। গত অর্থবছরের প্রথম ছয় মাসে যেখানে ৩৩ হাজার ৫২১ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে সেখানে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে হয়েছে ৩৫ হাজার ৯০৩ কোটি টাকা। 

সংশ্লিষ্টদের দাবি, কাস্টম হাউসের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখার তৎপরতা বাড়ানোর কারণে মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি কমেছে। যে কারণে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে রাজস্ব আয় বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, নতুন নতুন শিল্প গ্রুপগুলো খাদ্যপণ্য আমদানিতে যুক্ত হয়েছে। যে কারণে বছরের শেষ দিকে আবারও আমদানি বেড়েছে। শুল্কায়ন প্রক্রিয়ায় গতি আনলে রাজস্ব আদায় আরও বাড়ানো সম্ভব হতো।

এদিকে গত অর্থবছরের একই সময়ের তুলনায় গত ছয় মাসে কাস্টম হাউসের রাজস্ব আয় বাড়লেও অর্থবছরের শুরুতে রাজনৈতিক অস্থিরতাসহ উচ্চ শুল্কের পণ্য আমদানি কম হওয়ায় এবারও রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি কাস্টম হাউস। এবার ৩১ ডিসেম্বর পর্যন্ত চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৪১ হাজার ৫২৪ কোটি টাকা। সেখানে আদায় হয়েছে ৩৫ হাজার ৯০৩ কোটি টাকা।

চলতি অর্থবছরের শুরুতে জুলাই বিপ্লব, রাজনৈতিক অস্থিরতা, ডলার সংকটসহ নানা কারণে বিপর্যস্ত ছিল দেশের ব্যবসা-বাণিজ্য। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত বছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের প্রথম চার মাসে খাদ্যশস্য আমদানি কমেছে ৭ দশমিক ৬ শতাংশ, চিনি আমদানি কমেছে ৩৫ দশমিক ৮ শতাংশ, ভোজ্য তেল আমদানি কমেছে ৫ দশমিক ৭ শতাংশ, জ্বালানি তেল আমদানি কমেছে ১৩ শতাংশ, শিল্প কারখানার যন্ত্রপাতি কমেছে ২৫ শতাংশ এবং সার আমদানি কমেছে ৩০ শতাংশ। 

আমদানি কমার এমন চিত্রের পরও রাজস্ব আদায়ে রেকর্ড ভাঙল চট্টগ্রাম কাস্টম হাউস। চট্টগ্রাম কাস্টম হাউসের তথ্য অনুযায়ী, ২০২৪-২০২৫ অর্থবছরে চট্টগ্রাম কাস্টম হাউসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৮৩ হাজার ৪৩২ কোটি টাকা। এর মধ্যে প্রথম ছয় মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৪১ হাজার ৫২৪ কোটি টাকা। এর বিপরীতে জুলাই মাসে ৬ হাজার ৩১১ কোটি ৮৪ লাখ টাকা, আগস্ট মাসে ৬ হাজার ৪২ কোটি ১১ লাখ টাকা, সেপ্টেম্বরে ৬ হাজার ৬ কোটি ৫০ লাখ টাকা, অক্টোবরে ৬ হাজার ৬১ কোটি ৮৪ লাখ টাকা, নভেম্বরে ৫ হাজার ২৫৩ কোটি ৫৫ লাখ টাকা এবং ডিসেম্বরে ৫ হাজার ১০৯ কোটি ৬০ লাখ টাকা রাজস্ব আদায় করেছে চট্টগ্রাম কাস্টম হাউস। 

রাজস্ব আদায় বৃদ্ধির বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম কাস্টম হাউসের উপকমিশনার মো. সাইদুল ইসলাম বলেন, ‘এআইআর শাখার তৎপরতায় মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি কমায় রাজস্ব আদায় বাড়ছে। আগের বছরের একই মাসের তুলনায় গত ডিসেম্বরে কাস্টম হাউসে রাজস্ব আদায় বেড়েছে প্রায় ২৮ শতাংশ। ২০২৩ সালের ডিসেম্বরে আদায় ছিল ৫ হাজার ১০৯ কোটি টাকা, এবার আমরা আদায় করতে পেরেছি ৬ হাজার ৫৩৫ কোটি টাকা।’

তিনি আরও বলেন, ‘রাজস্ব আদায় বাড়লেও আমরা লক্ষ্যমাত্রা অর্জন করতে পারিনি। ডলারের দাম বাড়ার কারণে অনেক ব্যবসায়ী পণ্য আমদানি কমিয়ে দিয়েছেন। এ ছাড়া কয়েক মাস ধরে উচ্চ শুল্কের পণ্য আমদানি কমেছে। কিছু কিছু পণ্যের শুল্ককর প্রত্যাহারের কারণে রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা অনুযায়ী হয়নি। আশা করছি, রাজস্ব আদায়ের ধারাবাহিকতা অব্যাহত থাকলে বছর শেষে আমরা লক্ষ্যমাত্রা অর্জন করতে পারব।

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন