Logo
Logo
×

সারাদেশ

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

Icon

ঢাকা টুডে ২৪ ডেস্ক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ১২:২৫ পিএম

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

রাজধানী ঢাকা-সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ ভূকম্পন অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভারতের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্যের নাগাল্যান্ডের ফেখ শহর থেকে ১২৮ কিলোমিটার দূরে মিয়ানমারে ভূমিকম্পটির কেন্দ্র ছিল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫।

আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা ইকবাল আহমেদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, শুক্রবার সকাল ১০টা ৩২ মিনিটে মাঝারি মাত্রার কম্পন রেকর্ড করা হয়। ঢাকা থেকে ৪৮২ কিলোমিটার উত্তর-পূর্বে মিয়ানমার এ ভূমিকম্পের উৎপত্তিস্থল বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এর আগে ২ ডিসেম্বর ৫.৬ মাত্রার ভূমিকম্প হয়েছিল রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে। তারও আগে অক্টোবরে ৫.৪ মাত্রার ভূমিকম্প হয়েছিল দেশে।

১৭ সেপ্টেম্বর নরসিংদী অঞ্চলে ৪ মাত্রার মৃদু ভূমিকম্প হয়, যা রাজধানী ঢাকা ও আশপাশ এলাকায়ও অনুভূত হয়। তার আগে ১৪ আগস্ট সিলেট লাগোয়া বাংলাদেশ-ভারত সীমান্তে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক তত্ত্বাবধায়ক সৈয়দ হুমায়ুন আখতার জানিয়েছেন, ভূমিকম্পে ঢাকা, পার্বত্য চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ, নেত্রকোণা ও দিনাজপুর অঞ্চলই সবচেয়ে ঝুঁকিপূর্ণ।

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন