কয়েকদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে ঘন কুয়াশা পড়ছে। কুয়াশা পড়ছিল ঢাকায়ও।
সারা দেশের মতো শীতের প্রকোপ বেড়েছে রাজধানীতেও। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে জেঁকে বসেছে শীত। বেলা বাড়লেও দেখা নেই সূর্যের। সকাল ১০টার পরও নগরীর কিছু জায়গা কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে।
এমন অবস্থায় রাজধানীর বিভিন্ন সড়ক ও মহাসড়কে যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। ভোর থেকে সকাল পর্যন্ত কুয়াশার ঘনত্ব অনেক বেশি থাকায় দৃশ্যমানতা অনেক কম ছিল। ফলে যানবাহন চলাচল এবং সাধারণ মানুষের দৈনন্দিন কার্যক্রমে কিছুটা ব্যাঘাত হয়েছে।
কয়েকদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে ঘন কুয়াশা পড়ছে। কুয়াশা পড়ছিল ঢাকায়ও। তবে আজকের পরিস্থিতি অন্যান্য দিনের চেয়ে ভিন্ন। শীত থেকে বাঁচতে সকালে ভারী শীতবস্ত্র পরে অফিসমুখী হয়েছেন নগরীর মানুষজন।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ৭টায় আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, আবহাওয়া প্রায় শুষ্ক থাকলেও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এ সময় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ৬-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আর আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে।
এর আগে আবহাওয়া অধিদপ্তরের ৭২ ঘণ্টার পূর্বাভাসে ঘন কুয়াশার কারণে সারা দেশের কোথাও কোথাও দিবাভাগে (দিনের বেলায়) শীতের অনুভূতি বিরাজমান থাকতে পারে বলে জানানো হয়েছে। এ একই কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হওয়ার বিষয়েও সতর্ক করা হয়েছে।
সকালে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস; যা এ মৌসুমে সর্বনিম্ন। অন্যদিকে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস চুয়াডাঙ্গায়।
আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম বলেন, বুধবার ঢাকার তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস। এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে প্রায় ২ ডিগ্রি।
অন্যদিকে ঘন কুয়াশার কারণে শীত বেশি দেখা যাচ্ছে। আগামীকালও একই অবস্থা থাকতে পারে।