নাটোরে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
ঢাকা টুডে ২৪ ডেস্ক
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ০৫:০৫ পিএম
জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর মধ্যে দিয়ে নাটোরে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষ্যে বুধবার বেলা ১০ টার দিকে আলাইপুরস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং টেনিস ক্লাবে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ন আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, জেলা বিএনপির সদস্য সাইফুল ইসলাম আফতাব, সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ফয়সাল ইসলাম আবুল, জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, সাধারন সম্পাদক মারুফ ইসলাম সৃজন প্রমূখ।