ব্রেকিং |
এই দেশ ১৯৭১-এর শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: কুমিল্লায় জোনায়েদ সাকি
ঢাকা টুডে ২৪ ডেস্ক
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৪, ১১:৫৭ পিএম
গণসংহতি আন্দোলন কুমিল্লা জেলার আয়োজনে গণসংলাপে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। শুক্রবার রাতে কুমিল্লা টাউন হল মিলনায়তনে
সামনের বাংলাদেশ যেন শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা না করে, এ প্রত্যাশা ব্যক্ত করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
তিনি বলেছেন, ‘এই দেশ ১৯৭১-এর শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। সামনের বাংলাদেশ যেন শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা না করে। আমরা যদি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে না পারি, তাহলে সরাসরি সেটি আবারও ২৪-এর শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে।’
আজ শুক্রবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে কুমিল্লা নগরের কান্দিরপাড় এলাকার কুমিল্লা টাউন হল মিলনায়তনে গণসংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন জোনায়েদ সাকি। এদিন বিকেল চারটা থেকে ‘রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্যে কেমন বাংলাদেশ চাই’ শীর্ষক এই গণসংলাপের আয়োজন করে গণসংহতি আন্দোলন, কুমিল্লা জেলা কমিটি।