Logo
Logo
×

সারাদেশ

চিকিৎসকদের শাহবাগে মোড় অবরোধ

Icon

ঢাকা টুডে ২৪ ডেস্ক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪, ০৩:১৮ পিএম

চিকিৎসকদের শাহবাগে মোড় অবরোধ

বেতন বৃদ্ধির দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন ট্রেইনি চিকিৎসকরা।

বেতন বৃদ্ধির দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ও বিসিপিএস’র অধিভুক্ত পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা।

আজ রোববার দুপুর থেকে ট্রেইনি ডাক্তারদের ভাতা বৃদ্ধির দাবিতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করছেন তারা। এতে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েছেন লোকজন।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর জানান, চিকিৎসদের অবস্থানের কারণে রাজধানীর গুরুত্বপূর্ণ এই পয়েন্টে যান চলাচল বন্ধ হয়ে গেছে। তিনি বলেন, ‘ আজ দুপুর দেড়টার দিকে চিকিৎসকরা শাহবাগ মোড় বন্ধ করে অবস্থান নিয়েছেন। আমরা কথা বলে তাদের সড়ক থেকে সরিয়ে দিতে সর্বোচ্চ চেষ্টা করছি।’


ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন