১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাঁপছে দিনাজপুর
ঢাকা টুডে ২৪ প্রতিবেদন
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ১২:৫৫ পিএম
১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাঁপছে দিনাজপুর
শীতে বিপর্যস্ত দিনাজপুরের জনজীবন। বাতাসের সঙ্গে হাড়কাঁপানো শীত জেঁকে বসেছে। কুয়াশার সঙ্গে দমকা বাতাস বাড়িয়ে দিয়েছে শীতের প্রকোপ। সড়কে সব ধরনের যানবাহন হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করছে। কুয়াশা আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ৬টায় জেলার তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা তোফাজ্জল হোসেন।
তোফাজ্জল হোসেন জানান, আজ সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৮৭ শতাংশ আর গতিবেগ ঘণ্টায় ১ কিলোমিটার। গতকাল একই সময় তাপমাত্রা ছিল ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
তিনি আরও জানান, আজ সকাল ৬টায় তেঁতুলিয়ায় (পঞ্চগড়) ১০ দশমিক ৪, সৈয়দপুরে ১৩ দশমিক ৪, রংপুরে ১৪ দশমিক ৬, রাজরহাটে (কুড়িগ্রাম) ১১ দশমিক ৪, বদলগাছীতে (নওগাঁ) ১১ দশমিক ৭, বগুড়ায় ১৪ দশমিক ৫, যশোরে ১১ দশমিক ৮, রাজশাহীতে ১৩ দশমিক ৪ এবং শ্রীমঙ্গলে (সিলেট) তাপমাত্রা ছিল ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
সকাল ৯টায় দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং দেশের সর্বনিম্র তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল তেঁতুলিয়ায় ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।