Logo
Logo
×

ক্যারিয়ার

একশনএইডে চাকরি, বেতন ১ লাখ ৩৫ হাজার

Icon

ঢাকা টুডে ২৪ ডেস্ক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ১২:৪০ পিএম

একশনএইডে চাকরি, বেতন ১ লাখ ৩৫ হাজার

আন্তর্জাতিক সাহায্য সংস্থা একশনএইড বাংলাদেশ জনবল নিয়োগে পুনর্বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি কক্সবাজারে ইয়ুথ-লিড পিসবিল্ডিং অ্যান্ড সোশ্যাল কোহেশন ইনিশিয়েটিভস ইন বাংলাদেশ অ্যান্ড মিয়ানমার (ইইউ পিসবিল্ডিং) প্রকল্পে প্রজেক্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: প্রজেক্ট ম্যানেজার

পদসংখ্যা: ১

যোগ্যতা: সমাজবিজ্ঞান, নৃবিজ্ঞান, ইন্টারন্যাশনাল রিলেশনস, ডেভেলপমেন্ট স্টাডিজ, পিস অ্যান্ড কনফ্লিক্টস বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ইন্টারন্যাশনাল এজেন্সি বা ডেভেলপমেন্ট পার্টনারসে কক্সবাজারে রোহিঙ্গা ও হোস্ট কমিউনিটিতে প্রোগ্রাম ম্যানেজমেন্ট, ডেভেলপমেন্ট কো–অপারেশন, ইয়ুথ প্রোগ্রামস এবং সোশ্যাল কোহেশন ও পিসবিল্ডিংয়ে প্রজেক্ট ম্যানেজমেন্টে অন্তত চার থেকে পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। অর্গানাইজিং কনফারেন্স, ওয়ার্কশপ বা এ ধরনের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি ও বাংলা ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে। প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলস ও মাইক্রোসফট অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। সমস্যা সমাধান ও সিদ্ধান্ত গ্রহণে পারদর্শী হতে হবে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

কর্মস্থল: কক্সবাজার

বেতন: মাসিক মোট বেতন ১,৩৫,০৭৫ টাকা। এর সঙ্গে উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, মেডিকেল-সুবিধা, গ্রুপ লাইফ ইনস্যুরেন্স এবং মুঠোফোন ও ইন্টারনেট বিল দেওয়া হবে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের অনলাইনে একশনএইড বাংলাদেশের ওয়েবসাইটের এ লিংকে রেজিস্ট্রার বা লগইন করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১৫ জানুয়ারি ২০২৫।

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন