ডিলারদের নিয়ে মালেশিয়া ভ্রমণে গেল তুষার সিরামিক্স
ঢাকা টুডে ডেস্ক
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪, ০১:৪৯ পিএম
দেশের সিরামিক শিল্পের উন্নয় নিয়ে কাজ করে যাচ্ছে তুষার সিরামিক্স লিমিটেড। প্রতিবছরের ন্যায় এবারও প্রতিষ্ঠানটি তাদের ডিলারদের নিয়ে আয়োজন করেছে বিদেশ ভ্রমণ।
চলতি বছরে মিশর ভ্রমণের পর এবার আয়োজন করা হয় মালেশিয়া সফর।
এ লক্ষ্যে ২৮ নভেম্বর তুষার সিরামিক্সের ডিলার ও কর্মকর্তাদের নিয়ে মালেশিয়ার পথে রওনা দেয় প্রতিষ্ঠানটি। তারা এখন ঘুরে দেখছেন মালেশিয়ার দর্শনীয়সব স্থান ও স্থাপনা।
উল্লেখ্য, টাইলস উৎপাদনকারী তুষার সিরামিক্স বিঅ্যান্ডটি গ্রুপের সহযোগি প্রতিষ্ঠান। তুষার সিরামিক ২০২০ সালে ঝিনাইদহে অবস্থিত নিজস্ব কারখানায় উৎপাদন শুরু করে।