Logo
Logo
×

ব্যবসা ও বাণিজ্য

গুটিকয় ব্যবসায়ীর কাছে বাজার জিম্মি থাকবে না: বাণিজ্য উপদেষ্টা

Icon

ঢাকা টুডে ২৪ ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ০৪:২০ পিএম

গুটিকয় ব্যবসায়ীর কাছে বাজার জিম্মি থাকবে না: বাণিজ্য উপদেষ্টা

চট্টগ্রাম সার্কিট হাউসে সার্বিক বাজার পরিস্থিতি, টিসিবির পণ্য বিতরণের সার্বিক কার্যক্রম ও দ্রব্যমূল্য নিয়ে মতবিনিময় সভা।

বাজারে পণ্য সরবরাহে কোন কৃত্রিম সংকট ‘তৈরি করতে দেওয়া হবে না’ বলে কঠোর বার্তা দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন।

উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়ে চাহিদা ও যোগানে ‘ভারসাম্য ফিরিয়ে আনার উপরে’ গুরুত্বারোপ করেন অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। তিনি বলেন, আমরা বাণিজ্য বেশি সংখ্যক মানুষের সংযোগ বাড়াতে চাই। এর মাধ্যমে বাজারে সরবারহ বাড়বে। গুটিকয়েক ব্যবসায়ীর কাছে বাজার জিম্মি থাকবে না এবং সরবারাহে কোন কৃত্রিম সংকট তৈরি করতে দেওয়া হবেনা।

বৃহস্পতিবার চট্টগ্রাম সার্কিট হাউসে সার্বিক বাজার পরিস্থিতি, টিসিবির পণ্য বিতরণের সার্বিক কার্যক্রম ও দ্রব্যমূল্য নিয়ে মতবিনিময় সভায় কথা বলছিরেন বশির উদ্দিন। লেনদেন প্রক্রিয়ায় ‘আধুনিকায়ন প্রয়োজন’ মন্তব্য করে ব্যবসায়ীদের উদ্দেশ্যে বাণিজ্য উপদেষ্টা বলেন, সনাতন কাঠামো পরিবর্তন করতে হবে। স্বচ্ছতা আনতে হবে লেনদেনে। কাউকে অপরাধী হিসেবে পরিচিত করা আমাদের উদ্দেশ্য নয়।

চট্রগ্রামের বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব সেলিম উদ্দিন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মো: আলীম আখতার খান, টিসিবি চেয়ারম্যান বিগ্রেডিয়ার জেনারেল মো. মোস্তফা ইকবাল, চট্রগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ এবং ছাত্র প্রতিনিধি জোবায়েরুল আলম বারী বক্তব্য রাখেন।

সভায় চট্রগ্রাম বিভাগের জেলা প্রশাসক, জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন