Logo
Logo
×

ব্যবসা ও বাণিজ্য

বাণিজ্য উপদেষ্টা

বাজারে স্বস্তি আনতে কাজ করছি

Icon

ঢাকা টুডে ২৪ ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, ০১:১৬ পিএম

বাজারে স্বস্তি আনতে কাজ করছি

সাশ্রয়ী মূল্যে আলু বিক্রির কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা।

বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন বলেছেন, বাজারে যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যস্ফীতি ঘটেছে তা মূলত সরবরাহ কেন্দ্রিক। সরবরাহ ব্যবস্থাকে উন্নত করার জন্য আমরা রাতদিন কাজ করছি। বাজারে স্বস্তি আনতে কাজ করছি। 

বুধবার সকালে ঢাকার কারওয়ান বাজারের টিসিবি ভবনের সামনে টিসিবি কর্তৃক সাশ্রয়ী মূল্যে আলু বিক্রির কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। 

বাণিজ্য উপদেষ্টা বলেন, বাজারে আলুর যে মূল্যস্ফীতি ঘটেছে তা সহনশীল পর্যায়ে নিয়ে আসার জন্য আমরা ন্যায্যমূল্যে টিসিবির মাধ্যমে আলু বিক্রি শুরু করেছি। বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের যে মূল্যস্ফীতি ঘটেছে তা মূলত সরবরাহ কেন্দ্রিক। সরবরাহ ব্যবস্থা উন্নত করার জন্য আমরা রাত দিন কাজ করছি। সকল অংশীজনের সঙ্গে বৈঠক করছি।

তিনি বলেন, যারা ভোগ্যপণ্য আমদানি এবং উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট তাদের পণ্য সরবরাহকে সহজ করার জন্য সবার সঙ্গে বৈঠক করছি। বিভিন্ন পণ্যে জাতীয় রাজস্ব বোর্ডের সহযোগিতায় আমদানি শুল্ক তাৎপর্যপূর্ণভাবে কমিয়ে আনা হয়েছে। টিসিবির ১ কোটি পরিবারের কার্যক্রম আরও বর্ধিত করার জন্য কাজ করা হচ্ছে।

বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, শুধু বাণিজ্য মন্ত্রণালয় নয় এ বিষয়ে কাজ করে কৃষি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়। এই সব মন্ত্রণালয় ঘিরে সমন্বিতভাবে উদ্যোগ গ্রহণ করেছি। প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টারা এ ব্যাপারে সংবেদনশীল। কিছু কিছু পণ্যে স্বস্তি আসতে শুরু করেছে, চিনি, ডিম, আলুতেও আসবে। এছাড়া তেল নিয়ে ব্যাপক ভাবে কাজ শুরু করেছি।

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কর্তৃক ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির অন্যান্য পণ্যের সঙ্গে আলু বিক্রয় কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহা. সেলিম উদ্দিন, মেসার্স আরশ এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী মো. সিরাজুল ইসলাম মিলনসহ আরও অনেকে।

অনুষ্ঠান শেষে টিসিবির অন্যান্য পণ্যের সঙ্গে ৪০ টাকা কেজি দরে আলু বিক্রয় করা হয়।

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন