বেক্সিমকোতে তত্ত্বাবধায়ক বসাল কেন্দ্রীয় ব্যাংক
ঢাকা টুডে ২৪ ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ০৪:৪৬ পিএম
সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকোতে গ্রুপ পরিচালনাসহ আর্থিক ব্যবস্থাপনা তদারকি করবেন এ দায়িত্ব পাওয়া বাংলাদেশ ব্যাংকের ওই নির্বাহী পরিচালক।
দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বেক্সিমকোর গ্রুপের সব কোম্পানি তত্ত্বাবধানে তত্ত্বাবধায়ক বা ‘রিসিভার’ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক রুহুল আমিনকে এ দায়িত্ব দেওয়া হয়েছে; যিনি ক্ষমতার পালাবদলের পরিবর্তিত পরিস্থিতিতে কারাগারে থাকা সালমান এফ রহমানের মালিকানাধীন গ্রুপের আর্থিক ব্যবস্থাপনা তদারকিসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
রোববার বাংলাদেশ পর্ষদ সভায় বেক্সিমকোতে রিসিভার নিয়োগ দেওয়ার বিষয়টি অনুমোদন দেওয়া হয়। হাই কোর্টের এক আদেশের প্রেক্ষাপটে এ শিল্পগ্রুপে তত্ত্ববাধয়ক নিয়োগ দিল কেন্দ্রীয় ব্যাংক।