ব্রেকিং |
রমজানের জন্য চিনি-ছোলা-তেল আমদানির অনুমতি
ঢাকা টুডে ২৪ ডেস্ক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ০২:৪৬ পিএম
আসন্ন রমজান এবং স্থানীয় চাহিদা মেটাতে এলএনজি, সার, সয়াবিন তেল, চিনি ও ছোলা আমদানির কয়েকটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকার।
বুধবার (৩০ অক্টোবর) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির (এসিসিজিপি) সভায় এ-সংক্রান্ত কয়েকটি ক্রয় প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে ড. সালেহ উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের কোনো ঘাটতি হতে দেবে না অন্তর্বর্তী সরকার।
তিনি বলেন, বাজারে যাতে কোনো ঘাটতি না থাকে সেজন্য আমরা চারটি পণ্য আমদানির প্রস্তাবে অনুমোদন দিয়েছি। আগামী রমজানকে সামনে রেখে ছোলা আমদানির অনুমোদন দিয়েছে সরকার। শিগগিরই আমরা একই কারণে আমদানির দিকে যাব।
তিনি আরও বলেন, আর্থিক সীমাবদ্ধতা সত্ত্বেও আমরা চেষ্টা করব এসব নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে, যাতে মানুষের ভোগান্তি না হয়।