Logo
Logo
×

ব্যবসা ও বাণিজ্য

বাজার নিয়ন্ত্রণে যেকোনো ব্যবস্থা নিতে প্রস্তুত সরকার: উপদেষ্টা আসিফ

Icon

ঢাকা টুডে ২৪ ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৪, ০৬:৪১ পিএম

বাজার নিয়ন্ত্রণে যেকোনো ব্যবস্থা নিতে প্রস্তুত সরকার: উপদেষ্টা আসিফ

টাস্কফোর্সে ছাত্র প্রতিনিধি যোগ করার জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়েছে বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সরকার করপোরেটদের হাতে বন্দি নয় জানিয়ে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বাজার নিয়ন্ত্রণে যেকোনো ধরনের ব্যবস্থা নিতে প্রস্তুত আছে সরকার।

শনিবার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর টিএসসি মিলনায়তনে ভোক্তা অধিকার সম্মেলনে যোগ দিয়ে তিনি এ কথা বলেন তিনি। আসিফ মাহমদু বলেন, ‘বিশ্বজুড়েই ভোজ্যতেলের দামে ঊর্ধ্বগতি আছে। বন্যার সঙ্গে দ্রব্যমূল্যের সম্পর্ক রয়েছে। বাজার নিয়ন্ত্রণে টাস্কফোর্স কাজ করে যাচ্ছে। এর সুফলও পাওয়া যাচ্ছে। গত বছর কাঁচা মরিচের কেজি ১২০০ টাকা হয়েছিল। ঠিক সময় আমরা নিয়ন্ত্রণ নেয়ায় এবার দাম বাড়লেও ওই পরিমাণ নয়।’

 অর্থ পাচার ও ঋণ খেলাপির কারণে সরকার বাংলাদেশের বড় প্রতিষ্ঠানগুলোর মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘প্রতিষ্ঠানকে সচল রাখতে সরকার সচেষ্ট আছে। ব্যক্তি অপরাধের জন্য ব্যক্তি শাস্তি পাবেন, কর্মীদের ভয় পাওয়ার কিছু নেই।’

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন