Logo
Logo
×

ব্যবসা ও বাণিজ্য

শ্রমিক অসন্তোষে পোশাক শিল্পে ক্ষতি ৪০০ মিলিয়ন ডলার

Icon

ঢাকা টুডে ২৪ ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৪, ০৬:০৭ পিএম

শ্রমিক অসন্তোষে পোশাক শিল্পে ক্ষতি ৪০০ মিলিয়ন ডলার

ছবি: সংগৃহীত

শ্রমিক অসন্তোষের কারণে গত সেপ্টেম্বর ও অক্টোবরে দেশের পোশাক খাতের উৎপাদন প্রায় ৪০ কোটি ডলার ক্ষতি হয়েছে।

বুধবার (১৯ অক্টোবর) রাজধানীর বিজিএমইএ কার্যালয়ে সংবাদ সম্মেলনে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি খন্দকার রফিকুল ইসলাম এ কথা জানান। তিনি বলেন, ‘পোশাক শিল্পে এখন স্বাভাবিক অবস্থা ফিরে আসায় বিদেশি ক্রেতা ও ব্র্যান্ডগুলোর কাছ থেকে কার্যাদেশ ফিরতে শুরু করেছে।’

বিজিএমইএ সভাপতি আরও বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি কাজের শৃঙ্খলা বজায় রাখা পোশাক শিল্পের জন্য এখন বড় চ্যালেঞ্জ। কেননা, কারখানাগুলো বর্তমানে চালু আছে।’

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন