Logo
Logo
×

ব্যবসা ও বাণিজ্য

সিটি ব্যাংকের সঙ্গে একীভূত হচ্ছে রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংক

Icon

ঢাকা টুডে ২৪ ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৪, ০১:৩১ এএম

সিটি ব্যাংকের সঙ্গে একীভূত হচ্ছে রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংক

নানা সমস্যায় থাকা রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংক এবার সিটি ব্যাংকের সঙ্গে একীভূত হচ্ছে। গত সোমবার বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার সকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার ও ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন বৈঠক করেন। সেখানে বেসিক ব্যাংকের সঙ্গে একীভূত করার সিদ্ধান্ত হয়। এখন জারি করা নীতিমালা মেনে একীভূত করার প্রক্রিয়া শুরু করবে ব্যাংক দুটি।

এর আগে গত ১৯ মার্চ সিটি ব্যাংকের পর্ষদকে বেসিক ব্যাংককে একীভূত করার পরামর্শ দেওয়া হয়। তারপর সিটি ও বেসিক ব্যাংকের পর্ষদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা হয়। দুই ব্যাংকের কর্মকর্তারা এ নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেন। ব্যাংক দুটি একীভূত হলেও আগামী তিন বছর পৃথক আর্থিক প্রতিবেদন তৈরি করবে।

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন